হে জনতা
রক্তের প্রতি শিরায় আজ
জ্বলছে বারুদ কণা,
অন্যায় আর ঐ জুলুমবাজ
পদতলে পিষে দেনা॥
রুখে দিয়ে মিথ্যাচারিত
গড়বো সত্যবাদীতা,
বঙ্গ হতে করে বিতারিত
ভুলবো যে ব্যথা॥
মোকাবেলা কর রে সবে
প্রতিবাদী হে জনতা,
দুর্নীতিতে যারা এ ভবে
তাড়াও দিয়ে ব্যথা॥
(সংক্ষেপিত)
জ্বলছে বারুদ কণা,
অন্যায় আর ঐ জুলুমবাজ
পদতলে পিষে দেনা॥
রুখে দিয়ে মিথ্যাচারিত
গড়বো সত্যবাদীতা,
বঙ্গ হতে করে বিতারিত
ভুলবো যে ব্যথা॥
মোকাবেলা কর রে সবে
প্রতিবাদী হে জনতা,
দুর্নীতিতে যারা এ ভবে
তাড়াও দিয়ে ব্যথা॥
(সংক্ষেপিত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৯/০৫/২০১৬শুনলাম আপনার কথা
-
গাজী তৌহিদ ২১/০২/২০১৬অসাধারণ!
-
মনিরুজ্জামান জীবন ০৮/০২/২০১৬হৃদয় স্পর্শ করা শব্দ গাঁথনি।
-
মোঃ মেহেদী হাসান মান্না ০৮/০২/২০১৬গা গরম করার মতো|
-
ধ্রুব রাসেল ০৮/০২/২০১৬ভাল। তবে ছন্দময় হলে আরো ভাল লাগতো।
-
মাহাবুব ০৮/০২/২০১৬হে জনতা, বেশ ভাল প্রকাশ।