প্রাণের মানুষ
প্রাণের মানুষ পর হলো
তিন কবুলে ভাই,
একলা করে চলেই গেলো
আর প্রাণেতে নাই॥
পরের বুকে রেখে মাথা
ঘুমায় আজ সুখে,
বুকে রেখে জমিয়ে ব্যথা
ভাসিয়ে গেলো দুঃখে॥
নির্ঘুমে একলা কাটায়
কষ্ট এখন আপন,
ত্রিভুবনে আপন যে নাই
বাকি আছে মরণ॥
তিন কবুলে ভাই,
একলা করে চলেই গেলো
আর প্রাণেতে নাই॥
পরের বুকে রেখে মাথা
ঘুমায় আজ সুখে,
বুকে রেখে জমিয়ে ব্যথা
ভাসিয়ে গেলো দুঃখে॥
নির্ঘুমে একলা কাটায়
কষ্ট এখন আপন,
ত্রিভুবনে আপন যে নাই
বাকি আছে মরণ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রানাকবি ০৬/০২/২০১৬ভাল বলেছেন
-
নাসিফ আমের চৌধুরী ০৫/০২/২০১৬ভাল
-
ধ্রুব রাসেল ০৪/০২/২০১৬অসাধারণ ছন্দময় কবিতা। খুব ভাল লাগল।
-
প্রদীপ চৌধুরী. ০৪/০২/২০১৬দারুণ
-
মাহাবুব ০৩/০২/২০১৬প্রাণের মানুষ।
বেশ ভালো লাগলো, কবি। -
হরেকৃষ্ণ দে ০৩/০২/২০১৬অসাধারন ।ভালো থাকবেন।