বাস্তবতা
কল্পনার কোন গল্প নয়
এ শুধু বাস্তবতা,
নিঃস্বঙ্গ প্রাণে লাগে ভয়
সুখ টানে ব্যথা॥
চলতে চলতে থমকে
মাঝে মাঝে দেখি,
ছিন্নভিন্ন এই বুকে
আঘাতের বড় ঢেঁকি॥
বিশাল জলপ্রপাত জুড়ে
শুধু নয়নের জল,
ঝর্ণা হয়ে ঝড়ে পড়ে
তার সীমা অতল॥
অব্যক্ত আর্তনাদে এখন
করি বেলা শেষ,
তবুও তো সারাক্ষণ
এই আছি বেশ॥
এ শুধু বাস্তবতা,
নিঃস্বঙ্গ প্রাণে লাগে ভয়
সুখ টানে ব্যথা॥
চলতে চলতে থমকে
মাঝে মাঝে দেখি,
ছিন্নভিন্ন এই বুকে
আঘাতের বড় ঢেঁকি॥
বিশাল জলপ্রপাত জুড়ে
শুধু নয়নের জল,
ঝর্ণা হয়ে ঝড়ে পড়ে
তার সীমা অতল॥
অব্যক্ত আর্তনাদে এখন
করি বেলা শেষ,
তবুও তো সারাক্ষণ
এই আছি বেশ॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ১০/০২/২০১৬মাধুকরী লেখা।
-
আশরাফুল ইসলাম শিমুল ১০/০২/২০১৬বাস্তবতা
-
দেবাশীষ দিপন ১০/০২/২০১৬খুব সুন্দর লাগলো।
-
হরেকৃষ্ণ দে ১০/০২/২০১৬বেশ ভালো।বাস্তবে ভালো থাকার ভাবনা অনন্য।ভালো থাকবেন।শুভেচ্ছা রইলো।
-
ধ্রুব রাসেল ১০/০২/২০১৬ভালো লাগার কবিতা। তবে পূর্ণ ছন্দময় হলে আরো ভালো লাগতো। আর নিঃস্বঙ্গ বানান ঠিক করে নিবেন।