তারুণ্য
বুকে তোর ঐ অদম্য বল
জ্বলে ওঠ তারুণ্য,
গড়ে তোল বিদ্রোহী দল
আন ফিরে অভিন্ন॥
গর্জে তোর বজ্র প্রাণ
উল্লাসিত কর ভবে,
ছড়া ঐ প্রতিবাদী ঘ্রাণ
মুক্তি পাবি তবে॥
বাংলাদেশের দামাল তোরা
ভয় কেন পাস,
গর্বে গাজী জোঁড়া জোঁড়া
না হয় হবি লাশ॥
অতীত ভুলে সামনে যাবি
সত্যের পতাকাতলে,
ইতিহাস তোরা পাবি
যুব তারুণ্যের বলে॥
জ্বলে ওঠ তারুণ্য,
গড়ে তোল বিদ্রোহী দল
আন ফিরে অভিন্ন॥
গর্জে তোর বজ্র প্রাণ
উল্লাসিত কর ভবে,
ছড়া ঐ প্রতিবাদী ঘ্রাণ
মুক্তি পাবি তবে॥
বাংলাদেশের দামাল তোরা
ভয় কেন পাস,
গর্বে গাজী জোঁড়া জোঁড়া
না হয় হবি লাশ॥
অতীত ভুলে সামনে যাবি
সত্যের পতাকাতলে,
ইতিহাস তোরা পাবি
যুব তারুণ্যের বলে॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিযান পাল ০৬/০২/২০১৬ছন্দ ঠিকই আছে । "ভয় কেন পাস " এই পঙক্তিটি যদি লেখা হত ""ভয় তবে কেন পাস " তা হলে মাত্রাগত ভারসাম্য বজায় থাকত । অবশ্য এটা আমার ব্যক্তিগত ধারণা । ভালো লাগল । ধন্যবাদ ।
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৫/০২/২০১৬তারুণ্যের প্রকাশ অদম্য
-
আজিজ আহমেদ ০৫/০২/২০১৬খুব সুন্দর
-
ধ্রুব রাসেল ০৪/০২/২০১৬তারুণ্য/নবান্য, যাবি/রবি ছন্দ সামঞ্জস্য নয়। এখানে নবান্য নাকি নবান্ন..?
-
প্রদীপ চৌধুরী. ০৪/০২/২০১৬ভাল হয়েছে ছন্দের দিকে একটু.বিশেষ নজর দিতে হবে|