তুমি যদি চাও
তুমি যদি চাও
জীবন দেব বলিদান,
তুমি যদি নাও
তুচ্ছ করে এ প্রাণ॥
তুমি যদি ডাকো
আসবো হয়ে ঝড়,
তুমি যদি থাকো
গড়বো প্রেমের ঘর॥
তুমি যদি বলো
আদরে ভরাবো মন,
তুমি যদি চলো
পাশে রবো সারাক্ষন॥
(সংক্ষেপিত)
জীবন দেব বলিদান,
তুমি যদি নাও
তুচ্ছ করে এ প্রাণ॥
তুমি যদি ডাকো
আসবো হয়ে ঝড়,
তুমি যদি থাকো
গড়বো প্রেমের ঘর॥
তুমি যদি বলো
আদরে ভরাবো মন,
তুমি যদি চলো
পাশে রবো সারাক্ষন॥
(সংক্ষেপিত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিষেক মিত্র ০৩/০২/২০১৬অসাধারণ
-
ধ্রুব রাসেল ০৩/০২/২০১৬অসাধারণ লেখনী। ভাল লাগল।
-
সাইদুর রহমান ০২/০২/২০১৬সূন্দর লিখছেন।
-
জহরলাল মজুমদার ০২/০২/২০১৬হু.............
-
মাহাবুব ০২/০২/২০১৬বেশ ভালো, সুন্দর।
-
হিরণ্য হারুন ০২/০২/২০১৬ভালো
-
নাসিফ আমের চৌধুরী ০২/০২/২০১৬সুন্দর
-
আনিসা নাসরীন ০২/০২/২০১৬সুন্দর
-
নির্ঝর ০২/০২/২০১৬খুব সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৬নাইস
-
বিদ্রোহী ফাহিম খান ২৯/০১/২০১৬আমি নিয়ম গুলো পড়েছি॥ কিছুটা মিল থাকতে পারে সে জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত॥ তবে এটুকু দৃঢ় ভাবে বলতে পারি, কোন লেখা থেকে কপি বা কোন গানের অংশ তুলে ধরা হয়নি॥ যাইহোক, আমি চেষ্টা করছি কবিতাটিকে সম্পাদনা করার॥ ভালো থাকবেন॥
-
দেবব্রত সান্যাল ২৯/০১/২০১৬আপনার কবিতার লাইন , কোনো গানের সাথে খুব মিলে যাচ্ছে। আমার কাছে পুরো গানটি নেই তাই নিশ্চিত করে লিখতে পারছিনা। আপনি দেখে নিন আর তারুণ্যের নিয়মাবলী দেখে নিন।