ভাগ্যহত
দুঃখের ঘরে সুখের বাস
কান্নার ঘরে হাসি,
শান্তির ঘরে অশান্তির বাস
তাই অশ্রুতে ভাসি॥
অতৃপ্তর ঘরে তৃপ্তর বাস
মিথ্যার ঘরে সত্য,
দুর্নীতির ঘরে নীতির বাস
গোপন থাকে পত্র॥
ঘুষের ঘরে টাকার বাস
নিজ ঘরে ফাঁকা,
শূণ্যের ঘরে পূর্ণের বাস
এ ভাগ্যহত চাকা॥
কান্নার ঘরে হাসি,
শান্তির ঘরে অশান্তির বাস
তাই অশ্রুতে ভাসি॥
অতৃপ্তর ঘরে তৃপ্তর বাস
মিথ্যার ঘরে সত্য,
দুর্নীতির ঘরে নীতির বাস
গোপন থাকে পত্র॥
ঘুষের ঘরে টাকার বাস
নিজ ঘরে ফাঁকা,
শূণ্যের ঘরে পূর্ণের বাস
এ ভাগ্যহত চাকা॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৪/০৩/২০১৬ভালো
-
সালাম আলী আহসান ০৮/০২/২০১৬বোকা কবির মতো কবিতা লেখেছেন। অর্থহীন কবিতা।
-
অভিষেক মিত্র ০৮/০২/২০১৬ক্লাসিক!
-
হরেকৃষ্ণ দে ০৭/০২/২০১৬অমোঘ সত্য কবি।মুগ্ধ হলাম।ভালো থাকবেন।
-
ধ্রুব রাসেল ০৭/০২/২০১৬কবিতাটি সত্যিই বাস্তবিক সত্য ও সুন্দর। তবে সত্য/ পত্র ছন্দিত হলে আরো ভাল লাগতো।
-
অভিযান পাল ০৭/০২/২০১৬বা! বেশ সুন্দর ।