হে বিধাতা
এ জীবন করে সমর্পণ
ভিখ মাগি দ্বারে
হে বিধাতা মুছে ব্যথা
সুখ দাও মোরে॥
এতো কষ্টে আছি পথভ্রষ্টে
লাগেনা যে ভালো,
বেদনার সুর বাজে বিধূর
জ্বলেনা প্রাণে আলো॥
মনে হাহাকার শুধু আমার
ঐ মরু বালুচর,
কান্না সাথী বুকের রীতি
হয় অশ্রু ঝড়॥
ভিখ মাগি দ্বারে
হে বিধাতা মুছে ব্যথা
সুখ দাও মোরে॥
এতো কষ্টে আছি পথভ্রষ্টে
লাগেনা যে ভালো,
বেদনার সুর বাজে বিধূর
জ্বলেনা প্রাণে আলো॥
মনে হাহাকার শুধু আমার
ঐ মরু বালুচর,
কান্না সাথী বুকের রীতি
হয় অশ্রু ঝড়॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরেকৃষ্ণ দে ১১/০২/২০১৬ভালো।বিধাতার কাছে মঙ্গল কামনা সার্থক হোক।ভালো থাকুন।
-
গাজী তৌহিদ ১১/০২/২০১৬ভালো হয়েছে। শুভেচ্ছা কবির প্রতি।
-
মনিরুজ্জামান জীবন ১১/০২/২০১৬চমৎকার।
-
আশরাফুল ইসলাম শিমুল ১০/০২/২০১৬আরো ভালো লেখা চাই
-
ধ্রুব রাসেল ১০/০২/২০১৬ভাল লাগলো। তবে দ্বারে/ মোরে ছন্দ হয়না।