মৃত্যু টান
কষ্ট বুকে বাড়ুক সুখে
হোক কান্না সাথী,
ধুঁকে ধুঁকে উঠুক দুঃখে
দিবা স্বপ্ন রাতি॥
ব্যথা আর কষ্ট আমার
অথৈ জলে ভাসে,
শত তার চাই আবার
মৃদু দুলে আসে॥
এই বেলা অব্যক্ত মেলা
মনে হলো ক্ষত,
প্রেম খেলা দিয়েই গেলা
রয়ে গেলো শত॥
আজ দেখি সবই ফাঁকি
চলে যায় প্রাণ,
কাব্যে লিখি রক্তে আঁকি
এই মৃত্যু টান॥
হোক কান্না সাথী,
ধুঁকে ধুঁকে উঠুক দুঃখে
দিবা স্বপ্ন রাতি॥
ব্যথা আর কষ্ট আমার
অথৈ জলে ভাসে,
শত তার চাই আবার
মৃদু দুলে আসে॥
এই বেলা অব্যক্ত মেলা
মনে হলো ক্ষত,
প্রেম খেলা দিয়েই গেলা
রয়ে গেলো শত॥
আজ দেখি সবই ফাঁকি
চলে যায় প্রাণ,
কাব্যে লিখি রক্তে আঁকি
এই মৃত্যু টান॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিযান পাল ০৬/০২/২০১৬মেলার সঙ্গে অন্ত্যমিল দেওয়ার জন্য "গেলা" করার দরকার নেই । ত্রুটি-বিচ্যুতি আমাদের সকলের কিছু না কিছু আছে । কেউ নিখুঁত নয় । ভালো লিখেছেন । ধন্যবাদ ।
-
নির্ঝর ০৫/০২/২০১৬সহমত
-
মাহাবুব ০৪/০২/২০১৬বেশ ভালো লাগলো।
-
অভিযান পাল ০৪/০২/২০১৬বেশ লাগল । ধন্যবাদ ।
-
ধ্রুব রাসেল ০৪/০২/২০১৬ভালো লিখলেন।
-
অভিষেক মিত্র ০৪/০২/২০১৬ভালো লাগল দাদা।
-
প্রদীপ চৌধুরী. ০৪/০২/২০১৬অসাধারণ কবিতা , খুব সুন্দর ছন্দ মিল.