মা
মাগো তুমি কতদুরে
কোন সে সীমানায়,
তোমায় খুব মনে পড়ে
এই বুকের আঙিনায়॥
তোমার আদর ভালোবাসা
পাইনি কত দিন,
তুমি ছাড়া শুণ্য প্রাণে
বাজে কান্নার বীণ॥
মায়া ভরা মুখটি তোমার
পড়ছে মনে মাগো,
এই অধমের কথা ভেবে
একটু তুমি জাগো॥
কোন সে সীমানায়,
তোমায় খুব মনে পড়ে
এই বুকের আঙিনায়॥
তোমার আদর ভালোবাসা
পাইনি কত দিন,
তুমি ছাড়া শুণ্য প্রাণে
বাজে কান্নার বীণ॥
মায়া ভরা মুখটি তোমার
পড়ছে মনে মাগো,
এই অধমের কথা ভেবে
একটু তুমি জাগো॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০৬/০২/২০১৬খুব ভালো লাগলো।
-
ধ্রুব রাসেল ০৪/০২/২০১৬অসাধারণ লিখেছেন। তবে সীমানায়/ আঙিনায় ছন্দময় নয়। শুণ্য বানান শূন্য হবে।
-
মাহাবুব ০৩/০২/২০১৬ভালো লাগলো কবি।
শুভেচ্ছা নিবেন। -
হরেকৃষ্ণ দে ০৩/০২/২০১৬ভালো লাগলো।শুভেচ্ছা রইলো।
-
দেবব্রত সান্যাল ২৭/০১/২০১৬কবি প্রথমেই আপনার আবেগ ও ভাবনাকে সন্মান জানাচ্ছি।
কবিতাটি উচ্চারণ করে ছন্দে পড়ার চেষ্টা করুন। বুঝতে পারবেন প্রথম দুটি লাইনের তুলনায় , পরের দুটি লাইন দীর্ঘ হয়েছে। তাতে ছন্দ পতন হয়েছে।
কতকাল - মহাকাল মিল হয়না। শুন্য বানান শুদ্ধ করুন।
শেষ লাইনের ভাবনা স্পষ্ট নয়।