ছলনাময়
ধুঁকে ধুঁকে পুড়ছি আজ
ব্যথার অনল মাঝে,
তোমায় নিয়ে কাব্য লিখি
সকাল দুপুর সাঁঝে॥
তুমি ছিলে মিশে মোর
প্রাণের রাজ্য জুড়ে,
গুটি গুটি স্বপ্ন দিয়ে
প্রেমের ঘর মুড়ে॥
আজ কোথা সে আদর
ঐ ভালোবাসাময়,
সব হারালো দুঃখের ছলে
সবই ছলনাময়॥
ব্যথার অনল মাঝে,
তোমায় নিয়ে কাব্য লিখি
সকাল দুপুর সাঁঝে॥
তুমি ছিলে মিশে মোর
প্রাণের রাজ্য জুড়ে,
গুটি গুটি স্বপ্ন দিয়ে
প্রেমের ঘর মুড়ে॥
আজ কোথা সে আদর
ঐ ভালোবাসাময়,
সব হারালো দুঃখের ছলে
সবই ছলনাময়॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনমোল ০১/০২/২০১৬বাহ্... চমৎকার।।
-
আনমোল ০১/০২/২০১৬বাহ্... চমৎকার।।
-
সাইদুর রহমান ২৮/০১/২০১৬ভালো লাগলো।
-
ধ্রুব রাসেল ২৮/০১/২০১৬ভালবাসা বিরহ দুই-ই সমান। মন খারাপের কিছু নেই। ভাল লাগলো।
-
মনিরুজ্জামান শুভ্র ২৭/০১/২০১৬বেশ সুন্দর লেখা। বেশ লাগলো।
-
মনিরুজ্জামান জীবন ২৭/০১/২০১৬পরিপাটি লেখা
-
পরশ ২৭/০১/২০১৬আশায় থাকেন সফলতা আসবেই।
-
পরশ ২৭/০১/২০১৬দারুন হয়েছে।
-
হরেকৃষ্ণ দে ২৭/০১/২০১৬খুব ভালো লাগলো।ছোট্ট কবিতা প্রেমের ঘরে অনেক স্বপ্ন জাগানো।লিখতে থাকুন।শুভেচ্ছা রইলো।
-
দেবব্রত সান্যাল ২৫/০১/২০১৬এত বানান ভুল কেন ?
ধুঁকে , ব্যথা , জুড়ে , মুড়ে, সাঁঝে - ঠিক করে নিন।
ভাব - ভাষার ও উন্নতি প্রয়োজন।