www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই দেশে যেন কন্যা সন্তানের জন্ম নাহয়

এই সোনার বাংলায় যেন আর কোন কন্যা সন্তানের জন্ম নাহয় এইটা আমাদের সকলের কাম্য।
এইদেশে কোন নারী নিরাপদ নয় হউকনা সে ৬০বছরের বৃদ্ধা কিংবা রাস্তার পাগলি কিংবা ৫বছরের শিশু।
শুধু নারী জাতী হলে হল সে বৃদ্ধা, পাগলী, শিশু, প্রতিবন্ধী, যেমন হউক তাকে নিজের শিকার বানাবে মানুষরূপী পশুরা।
ক্ষুধার্ত সিংহ যেমন তার ক্ষুদার জালা মিঠানোর জন্য বনের নিরীহ প্রাণীদের নিজের শিকার বানায় আর সব প্রাণীরা নিরবে সব সহ্য করে নেই প্রতিবাদ করার কিংবা সিংহের হাত থেকে বাছার কোন পথ নেই। তেমনি আজ আমাদের দেশে কিছু মানুষরূপী পশুরা প্রতিনিয়ত আমাদের মা-বোনদের নিজেদের শিকার বানিয়ে ধর্ষণ করে হত্যা করে যাচ্ছে আর আমরা আমরা বনের নিরীহ প্রাণীদের মত কোন প্রতিবাদ করতে পারছিনা এবং মানুষরূপী পশুদের হাত থেকে আমাদের মা-বোনদের রক্ষা করতে পারছিনা।
তাই এখন সবার উচিত
কন্যা সন্তানের জন্ম হলে তাকে জন্মের পরে নিজ হাতে হত্যা করা।
আর নাহয়
আদর যত্ন করে কন্য সন্তানকে বড় করলাম আর একদিন ঠিকি মানুষরূপী পশুদের কাছে জীবন হারাতে হবে আমকদের আদরের কন্যা সন্তানকে।
এইদেশ মাদকমুক্ত করার জন্য নিরীহ মানুষকে হত্যা করা হয় কিন্তু ধর্ষণমুক্ত করার জন্য ধর্ষণকারীর বিছার করা হয়না...।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast