বাল্য বিবাহ বন্ধের প্রতিবাদের আগে ধর্ষণ বন্ধের প্রতিবাদ করতে হবে
বাল্য বিবাহ বন্ধের জন্য আমাদের সমাজ কত কিছু করে। কোথাও বাল্যবিবাহ হলে আজকাল সবাই ছূটে যায় সে বাড়ীতে। বিয়ে বন্ধ করা হয় মেয়ে ও ছেলে উভয় পরিবার কে শাস্তি দেওয়া হয় এমনকি জেল পযন্ত খাটটে হয়। আমারো ভাল লাগে এইসব কিছু দেখে, আমিও ছাইনা বাল্য বিবাহ হউক। কিন্তু ১৬বছরের মেয়েটিকে যখন বিয়ে দিতে যাচ্ছিল তখন সমাজ বাধা দিয়েছিল বাল্যবিবাহ হতে পারবেনা বলে। আর আজ সে যুবতী যখন কোন বকাটের হাতে ধর্ষণ হয়েছে তখন এর দায়বার কেন নেয়নি সমাজ? ১০বছর আগে যে ১৬বছরের যুবতীর বিয়ে ভেংগে দিয়েছিল সমাজ আজ সে যুবতী একটা ধর্ষিতা নারী। আজ তার বয়স ২৬বছর হয়েছে, যে সমাজ বাল্যবিবাহ বন্ধ করে তার বিয়ে হতে দেয়নি আজ সে সমাজও তাকে ঘৃণার চোখে দেখছে। আজ কেউ তার বিয়ের ব্যাবস্তা করতেছেনা। সবাই ধর্ষিতা বলে অপবাদ দিচ্ছে।
যেখানে কোন মেয়ের নিরাপত্তা দিতে পারবেন না সেখানে কেন আপনে কোন মেয়ের বিয়ে ভেংগে একটা পরিবার ধংস করবেন??
প্রতিবাদ যদি করতে হয় আগে ধর্ষণের প্রতিবাদ করুন তারপর বাল্যবিবাহ বন্ধে এগিয়ে আসুন...।
যেখানে কোন মেয়ের নিরাপত্তা দিতে পারবেন না সেখানে কেন আপনে কোন মেয়ের বিয়ে ভেংগে একটা পরিবার ধংস করবেন??
প্রতিবাদ যদি করতে হয় আগে ধর্ষণের প্রতিবাদ করুন তারপর বাল্যবিবাহ বন্ধে এগিয়ে আসুন...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃশাহীন আক্তার। ২০/১১/২০১৭r8
-
সোলাইমান ১৯/১১/২০১৭হুম। ব্যাখ্যাতিত সুন্দর। সত্যি তুলনাহীন প্রিয় কবি।
-
সুজয় সরকার ১৮/১১/২০১৭ঠিক কথা
-
মীর মুহাম্মাদ আলী ১৮/১১/২০১৭লেখাটা দারুন ভাবে উপস্থাপন করেছেন লেখক বন্ধু।শুভ কামনা