এই কেমন স্বাধীনতা
সে ছোট বেলা থেকে শুনেছি আমারা স্বাধীন
তবে আজও বুঝিনি স্বাধীনতা কি
স্বাধীনতা নিয়ে পড়েছি কত গল্প কত কবিতা
তবে কি সব-ই ছিল মিথ্যে?
যেখানে অন্যায় অবিছারে ডাকা
যেখানে নেয় জীবনের কোন মূল্য
সেখানে কিসের স্বাধীনতা?
ন্যায় বিছার ছাইতে গেলে পেতে হয় লাঞ্জনা
পেতে হয় আরো কত যন্ত্রণা
তবে সেখানে কিসের স্বাধীনতা?
সন্ত্রাস, জংগিবাদ, খুন রাহাজানি
ভরে গেছে যে দেশটা
তবুও কি করে বলে আমরা স্বাধীন?
সে স্বাধীনতা আর বিজয় দিবসেও
দেখা যায় খুন রাহাজানি
এরপরেও কি করে বলিব আমরা স্বাধীন?
সত্যি কথা বলতে গিয়ে কত ছাত্র জনতা
পরে আছে কারাগারে কেউ আবার জীবন দিয়েছে পুলিশের গুলিতে
এরপরেও কি বলিতে পারি আমরা স্বাধীন?
ক্রসফায়ারের নামে প্রিতিনিয়ত কত বিছারহীন মানুষ হচ্ছে খুন
খুজতে গেলে দেখা যায় তারা নয় অপরাধী
ক্ষমতার লোভে বানানো হয়েছে অপরাধী
এরপরেও কি করে বলি আমরা স্বাধীন?
ধর্ষণ ব্যাবিছার ছুরি-ডাকাতিতে ব্যাস্ত সমাজ,
নিরীহ মানুষ কে বানানো হচ্ছে জংগি
আর জংগিরা চলছে নিজের মত করে
এরপরেও কি করে বলিব আমরা স্বাধীন?
আজ বলিব আমি সে গল্প কবিতা
সব-ই ছিল মিথ্যে
যা শুনেছিলাম সব-ই ছিল স্বপ্ন।
জাগো মানুষ জাগো স্বাধীনতার জন্য জাগো
আর ছাইনা পরাধীনতার শিকল
ছাই এইবার স্বাধীন....।
তবে আজও বুঝিনি স্বাধীনতা কি
স্বাধীনতা নিয়ে পড়েছি কত গল্প কত কবিতা
তবে কি সব-ই ছিল মিথ্যে?
যেখানে অন্যায় অবিছারে ডাকা
যেখানে নেয় জীবনের কোন মূল্য
সেখানে কিসের স্বাধীনতা?
ন্যায় বিছার ছাইতে গেলে পেতে হয় লাঞ্জনা
পেতে হয় আরো কত যন্ত্রণা
তবে সেখানে কিসের স্বাধীনতা?
সন্ত্রাস, জংগিবাদ, খুন রাহাজানি
ভরে গেছে যে দেশটা
তবুও কি করে বলে আমরা স্বাধীন?
সে স্বাধীনতা আর বিজয় দিবসেও
দেখা যায় খুন রাহাজানি
এরপরেও কি করে বলিব আমরা স্বাধীন?
সত্যি কথা বলতে গিয়ে কত ছাত্র জনতা
পরে আছে কারাগারে কেউ আবার জীবন দিয়েছে পুলিশের গুলিতে
এরপরেও কি বলিতে পারি আমরা স্বাধীন?
ক্রসফায়ারের নামে প্রিতিনিয়ত কত বিছারহীন মানুষ হচ্ছে খুন
খুজতে গেলে দেখা যায় তারা নয় অপরাধী
ক্ষমতার লোভে বানানো হয়েছে অপরাধী
এরপরেও কি করে বলি আমরা স্বাধীন?
ধর্ষণ ব্যাবিছার ছুরি-ডাকাতিতে ব্যাস্ত সমাজ,
নিরীহ মানুষ কে বানানো হচ্ছে জংগি
আর জংগিরা চলছে নিজের মত করে
এরপরেও কি করে বলিব আমরা স্বাধীন?
আজ বলিব আমি সে গল্প কবিতা
সব-ই ছিল মিথ্যে
যা শুনেছিলাম সব-ই ছিল স্বপ্ন।
জাগো মানুষ জাগো স্বাধীনতার জন্য জাগো
আর ছাইনা পরাধীনতার শিকল
ছাই এইবার স্বাধীন....।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৫/০২/২০১৭ভালো থাকবেন,
-
ফয়সাল রহমান ০৪/০২/২০১৭ভালো একটু কারেকশন করে নিবেন কবি
-
মোং নাজিম উদ্দিন ২৭/০৭/২০১৬ভালো...
-
অঙ্কুর মজুমদার ২৭/০৭/২০১৬besh sundor......
-
স্বপ্নময় স্বপন ২৭/০৭/২০১৬ভালো... তবে বানানের প্রতি যত্নবান হতে হবে ভাই... বাংলা বর্ণমালা এমনিতেই অনেক দুঃখী তো...
শুভেচ্ছা!