সে একাকী তুমি
সেদিন দেখেছি তোমায় একলা নদীর তীরে
দারিয়েছিলে তুমি একাকী নির্জনতার মাঝে
কি যেন ভাবছিলে তুমি একাকী নিরবে।
তোমার কালো চুলগুলো উড়ছিল হিমেল বাতাসে
দূর থেকে দারিয়ে দেখছিলাম আমি অপলক দৃষ্টিতে
ভাবছিলাম কোন এক পরী
যেন দারিয়ে আছে আমার অপেক্ষাতে
হাত বাড়াতে চলে যাও তুমি
কোন এক দূর অজানাতে।
অনেক খোঁজেছি তোমায়
তবুও মেলেনি তোমার দেখা
তোমার সে মায়াবি চোখ দুটো
আজও বুলতে পারনি আমি
তোমার সে চোখের মায়াজালে
আমি হারিয়েছি আমার এই হ্রদয়।
তোমার সে নীল র ংঙের শাড়ী
যেন ছিলে তুমি এক নীল পরী
আজও আমি ঘূরে বেড়াই সে নদীর তীরে
শুধু তোমারি অপেক্ষাতে....!।!
দারিয়েছিলে তুমি একাকী নির্জনতার মাঝে
কি যেন ভাবছিলে তুমি একাকী নিরবে।
তোমার কালো চুলগুলো উড়ছিল হিমেল বাতাসে
দূর থেকে দারিয়ে দেখছিলাম আমি অপলক দৃষ্টিতে
ভাবছিলাম কোন এক পরী
যেন দারিয়ে আছে আমার অপেক্ষাতে
হাত বাড়াতে চলে যাও তুমি
কোন এক দূর অজানাতে।
অনেক খোঁজেছি তোমায়
তবুও মেলেনি তোমার দেখা
তোমার সে মায়াবি চোখ দুটো
আজও বুলতে পারনি আমি
তোমার সে চোখের মায়াজালে
আমি হারিয়েছি আমার এই হ্রদয়।
তোমার সে নীল র ংঙের শাড়ী
যেন ছিলে তুমি এক নীল পরী
আজও আমি ঘূরে বেড়াই সে নদীর তীরে
শুধু তোমারি অপেক্ষাতে....!।!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৭/২০১৬অসম .. :: ...
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ১১/০৭/২০১৬জীবনানন্দ দাসের পুনরাবৃত্তি হচ্ছে নাকি...!
-
অঙ্কুর মজুমদার ১০/০৭/২০১৬vlo...........
-
নাবিক ১০/০৭/২০১৬
-
সজীব ১০/০৭/২০১৬খুব সুন্দর