ওরা দরিদ্র ওরা অসহায়
অসহায় মানুষেরা আজ করছে হাহাকার
কেউ শুনেনা তাদের আর্তনাদের চিক্কার
ওরা দরিদ্র ওরা প্রতিবন্ধী
ওদের প্রতি নাই কারো মমতা।
ব্যাস্ত নগরীর ব্যাস্ত মানুষ
চলছে সবাই নিজের মত করে
কেউ রাখেনা তাদের খবর
ভাবেনা কেউ মানুষ ওদের।
ওরা দরিদ্র ওরা প্রতিবন্ধী
ওদের নেই কোন বড় স্বপ্ন
আছে শুধু একটা স্বপ্ন
সবার মত বেছে থাকার স্বপ্ন।
এপার থেকে ওপার
ছুটছে তারা অন্যের সন্ধানে
কেউ দিতে ছাইনা অন্য তাদের
সবাই দূরে চলে যায় দেখলে তাদের।
ক্ষুধার জ্বালায় পরে থাকে
কখনো রাজপথে আবার কখনো ফুটপাতে
দিনের শেষে রাত আসে
তবুও জুটেনা তাদের একমুটো অন্য।
সবাই যখন চলে যায় ঘুমের দেশে
তারা তখন নির্ঘুম রাত কাটাই
খোলা আকাশের নীচে
কোন ফুটপাত কিংবা রাজপথে
ওরা দরিদ্র ওরা প্রতিবন্ধী...।
কেউ শুনেনা তাদের আর্তনাদের চিক্কার
ওরা দরিদ্র ওরা প্রতিবন্ধী
ওদের প্রতি নাই কারো মমতা।
ব্যাস্ত নগরীর ব্যাস্ত মানুষ
চলছে সবাই নিজের মত করে
কেউ রাখেনা তাদের খবর
ভাবেনা কেউ মানুষ ওদের।
ওরা দরিদ্র ওরা প্রতিবন্ধী
ওদের নেই কোন বড় স্বপ্ন
আছে শুধু একটা স্বপ্ন
সবার মত বেছে থাকার স্বপ্ন।
এপার থেকে ওপার
ছুটছে তারা অন্যের সন্ধানে
কেউ দিতে ছাইনা অন্য তাদের
সবাই দূরে চলে যায় দেখলে তাদের।
ক্ষুধার জ্বালায় পরে থাকে
কখনো রাজপথে আবার কখনো ফুটপাতে
দিনের শেষে রাত আসে
তবুও জুটেনা তাদের একমুটো অন্য।
সবাই যখন চলে যায় ঘুমের দেশে
তারা তখন নির্ঘুম রাত কাটাই
খোলা আকাশের নীচে
কোন ফুটপাত কিংবা রাজপথে
ওরা দরিদ্র ওরা প্রতিবন্ধী...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিত সাহা ১৩/০৯/২০১৫অসাধারন ।
-
মোঃ মুসা খান ১২/০৯/২০১৫Darun valo laglo
-
মোবারক হোসেন ১১/০৯/২০১৫সুন্দর
-
মোঃ মুসা খান ০৯/০৯/২০১৫Valo
-
ইমরান কবির রুপম ০৯/০৯/২০১৫অসাধারন
-
রুহুল আমীন রৌদ্র. ০৮/০৯/২০১৫সত্যই বড় নিঠুর এ সভ্যাতা।
দারুন লিখেছেন।
ধন্যবাদ কবিবন্ধু। -
সুহেল ইবনে ইসহাক ০৬/০৯/২০১৫চমতকার
-
মোঃ নাজমুল হাসান ০৫/০৯/২০১৫চমৎকার। শুভেচ্ছা রইলো।