মনের পাখির উদাসীনতা
এই গোধূলি লগনে
আমি গোধূলির টানে
দিগন্তর অনেক কাছে
আরও কাছে যেতে ছাই
আমি আরও একটু রংীন
আরও বেশি রংীন হতে ছাই
তুমি রয়েছ যে আমারি পাশে থাকবে যে
আরও পাশে
তবুও কেন জানি শূন্যতা
সে এক অসম শূন্যতা
এই গোধূলি লগনে।
ভুলে যেতে ছায় সব শূন্যতা ভুলে থাকতে
ছায় সকল গ্লানি ভাল থাকতে ছাই
তোমায় নিয়ে ভাল থাকতে ছাই শুধু
তোমায় নিয়ে এই গোধূলি লগনে...।
এই গোধূলি লগলে
হারিয়ে যাব দুজনে
কোন এক অজানা ভুবনে
যেখানে থাকবেনা কোন শূন্যতা
যেখানে থাকবে অসীম ভালবাসা
থাকবে গোধূলির টান.....।
আমি গোধূলির টানে
দিগন্তর অনেক কাছে
আরও কাছে যেতে ছাই
আমি আরও একটু রংীন
আরও বেশি রংীন হতে ছাই
তুমি রয়েছ যে আমারি পাশে থাকবে যে
আরও পাশে
তবুও কেন জানি শূন্যতা
সে এক অসম শূন্যতা
এই গোধূলি লগনে।
ভুলে যেতে ছায় সব শূন্যতা ভুলে থাকতে
ছায় সকল গ্লানি ভাল থাকতে ছাই
তোমায় নিয়ে ভাল থাকতে ছাই শুধু
তোমায় নিয়ে এই গোধূলি লগনে...।
এই গোধূলি লগলে
হারিয়ে যাব দুজনে
কোন এক অজানা ভুবনে
যেখানে থাকবেনা কোন শূন্যতা
যেখানে থাকবে অসীম ভালবাসা
থাকবে গোধূলির টান.....।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১১/০৮/২০১৫
-
পিয়ালী দত্ত ০৪/০৮/২০১৫দারুন
-
সমরেশ সুবোধ পড়্যা ০৪/০৮/২০১৫কবিকে আমার অনেক অনেক শুভেচ্ছা।
-
মোঃ নাজমুল হাসান ০২/০৮/২০১৫সুন্দর লেখেছেন।
-
কিশোর কারুণিক ০২/০৮/২০১৫ভাল
-
শূন্য ০২/০৮/২০১৫কিছু বানান ভুল
তাছাড়া সব মিলে ভালো -
কিশোর কারুণিক ০১/০৮/২০১৫বেশ
-
বিমূর্ত পথিক ০১/০৮/২০১৫ভালো লাগলো।
কখনো পূর্নতা পায় না তাই এই শূন্যতা।ধন্যবাদ কবি সুন্দর কবিতা লেখার জন্য।