অপরিচিতা
তোমার অপেক্ষায় কাটছে প্রহর, জাগছে আমার আবেগ
তোমার পথে অধির হয়ে ডাকছে আমায় ডাকছে।
তোমার পথের ক্লান্ত পথিক আমি, দেওতো এবার সাড়া
তোমার চিন্তায় এই মন যে আমার হয়ে আছে মাতোয়ারা।
কল্পনারই জগত জুড়ে তোমার নুপর বাজে
রঙবেরং এর প্রজাপতি সেই সুরেতেই নাচে।
হঠাৎ যখন আঁখি খুলি কোথায় আমি কোথায় তুমি ...
সপ্ন শেষ এ শেষ বিকেল এ
মন যে আমার অধির হয়ে
তোমার পথের পথিক হয়ে তোমায় খুজে বেড়ায়
ওহে অপরিচিতা কে তুমি
দেও না কেনো দেখা ???
তোমার পথে অধির হয়ে ডাকছে আমায় ডাকছে।
তোমার পথের ক্লান্ত পথিক আমি, দেওতো এবার সাড়া
তোমার চিন্তায় এই মন যে আমার হয়ে আছে মাতোয়ারা।
কল্পনারই জগত জুড়ে তোমার নুপর বাজে
রঙবেরং এর প্রজাপতি সেই সুরেতেই নাচে।
হঠাৎ যখন আঁখি খুলি কোথায় আমি কোথায় তুমি ...
সপ্ন শেষ এ শেষ বিকেল এ
মন যে আমার অধির হয়ে
তোমার পথের পথিক হয়ে তোমায় খুজে বেড়ায়
ওহে অপরিচিতা কে তুমি
দেও না কেনো দেখা ???
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০২/২০২০ভালো লেখা
-
নুর হোসেন ০৭/১২/২০১৯কল্পনারই জগত জুড়ে তোমার নুপর বাজে
রঙবেরং এর প্রজাপতি সেই সুরেতেই নাচে।
- প্রাণের কথাগুলো হৃদস্পর্শী।