সপ্নের রাজ্য
আমি আমার মত করে চলছি
আমি আমার মত করে জ্বলছি।
নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি অচেনা কোন শহরে
আমি নই কোন রণবিদ আমি নই কোন কবি
আমি আঁকি যেনো কল্পনায় নিজের মত করে ছবি।
তাই বলে আমি নই কোনো শিল্পী
কোনো কাব্য কোনো গদ্দ্য নয় তো হে মোর সৃষ্টি
আমি তো কেবল সপ্নের রাজা
সপ্ন আমার রাজ্য
নিজেই নিজের মতো করে চালাই দিবারাত্রো।
আমি আমার মত করে জ্বলছি।
নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি অচেনা কোন শহরে
আমি নই কোন রণবিদ আমি নই কোন কবি
আমি আঁকি যেনো কল্পনায় নিজের মত করে ছবি।
তাই বলে আমি নই কোনো শিল্পী
কোনো কাব্য কোনো গদ্দ্য নয় তো হে মোর সৃষ্টি
আমি তো কেবল সপ্নের রাজা
সপ্ন আমার রাজ্য
নিজেই নিজের মতো করে চালাই দিবারাত্রো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১১/২০১৯ভালো ভাবনা।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৭/১১/২০১৯একাকীত্বের চমৎকার শব্দ চয়ন।