www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপেক্ষায় থেকো না

-

যদি শুকতারাটাও নিভে যায়
আর অপেক্ষায় থেকো না;
বুঝে নিও আমি শিখে গেছি
তোমায় ছাড়া বাঁচতে ।

যদি শুকতারাটাও নিভে যায়
আর অপেক্ষায় থেকো না;
যে আলোয় ফুটল নতুন ভোর,
সে আলোতেই খুঁজে নিও পথের ঠিকানা ।

যদি বুক ভেঙ্গে যায় শূন্যতার হাহাকারে,
কিছু দুঃস্বপ্ন এসে তাড়া করে ফিরে,
তবু বালিশে মুখ লুকিয়ে কেঁদনা ।
দুঃস্বপ্নের সে মোহনায় আর দাঁড়িয়ে থেকনা ।

আনমনে বসে উদাসী আর,
ভেবনা সেই সুদিনের কথা ;
যদি মনে মনে রাখ, শুধু শুধু ভাব
বাড়বে অব্যক্ত হৃদয় ব্যথা ।

যদি ঝড় বয়ে যায় দু’চোখ জুড়ে;
আসতে দাওনা আসুক ।
তবু দু’হাত বাড়িয়ে কুড়িয়ে নিও
চেনা চেনা কিছু সুখ ।

রচনাকালঃ ২৩-০২-২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরশ ০৬/০৪/২০১৬
    খুব সুন্দর
  • অসাধারন................
  • valo laglo
  • সাইদুর রহমান ২৮/০২/২০১৬
    ছবি ও কবিতা দু'টোই
    সুন্দর।
  • প্রদীপ চৌধুরী. ২৬/০২/২০১৬
    সুন্দর
  • হিরণ্য হারুন ২৫/০২/২০১৬
    সুন্দর
  • অসাধারন কবি অসাধারন অসাধারন
    • ২৫/০২/২০১৬
      অনেক ধন্যবাদ কবি ।
      ভালো থাকুন নিরন্তর ।
 
Quantcast