www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শূন্যতার সাথে বাস

-
অস্থির কিছু দুঃসময়কে পাশ কাটিয়ে
নিজেকে যখন সামলে নিয়েছি অনেকটাই ,
কেন তুমি আবার এলে ?
জীবন করে দিতে এলোমেলো ।

চোখ ভরা জল মুছে ফেলে যখন ,
নবজীবন সাজাতে প্রানান্ত ;
কেন তুমি আবার এলে?
জীবন করে দিতে অশান্ত ।

স্নিগ্ধ ফুলের সৌরভ ,
সে আমার জন্য নয় ।
অপরূপ জোছনার দল,
জানালার পাশেই থাক নাহয় ।

আমি এখন শূন্যতাকে সাথী করে
বাঁচতে শিখে গেছি ।
বিষাদের আঁধার গায়ে মেখে
হাসতে শিখে গেছি ।

মায়ার বাঁধনে জড়িয়ে আমায়
কাঁদাতে কেন চাও ?
তুমি ফিরে যাও তোমার ঠিকানায়
আমায় মুক্তি দাও ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • valo
  • সাইদুর রহমান ০২/০২/২০১৬
    ভালো কবিতাটি।
  • সাবলীল প্রকাশ।
  • রাশেদ খাঁন ০১/০২/২০১৬
    ভালো লাগলো
    • ০২/০২/২০১৬
      ধন্যবাদ মন্তব্যের জন্য ।
      ভালো থাকুন ।
  • নির্ঝর ৩১/০১/২০১৬
    সুন্দর
    • ৩১/০১/২০১৬
      ধন্যবাদ ।
      সুন্দর হোক জীবনের পথচলা ।
  • ধ্রুব রাসেল ৩১/০১/২০১৬
    ভাল লাগলো কবিতাটি।
  • দ্বীপ সরকার ৩১/০১/২০১৬
    ভালো লিখেছেন।
  • মাহাবুব ৩১/০১/২০১৬
    তুমি ফিরে যাও তোমার ঠিকানায়,
    আমায় মুক্তি দাও।
    বেশ লাগলো কবিতাটা, ভালো।
    • ৩১/০১/২০১৬
      ধন্যবাদ মন্তব্যের জন্য ।
      শুভকামনা সতত ।
  • ভালো লিখেছেন॥ শুভেচ্ছা॥
    • ৩১/০১/২০১৬
      ধন্যবাদ বিদ্রোহী কবি ।
      এগিয়ে যান বিদ্রোহী মন নিয়ে ।
  • হরেকৃষ্ণ দে ৩০/০১/২০১৬
    কবিতার ভাবাবেগে স্নাত হলাম।এখন শুন্যতা ভেঙে এসো মোদেরঅন্তরে।শুভেচ্ছা রইলো।
    • ৩০/০১/২০১৬
      মন্তব্যে মনটা ভরে গেল ।
      ভালো থাকুন নিরন্তর ।
  • লেখাটি আমার ভালো লেগেছে কবি।
    • ৩০/০১/২০১৬
      আপনার ভালোলাগায় সিক্ত হলাম কবি ।
      শুভেচ্ছা রইল ।
  • প্রদীপ চৌধুরী ৩০/০১/২০১৬
    ভালো
 
Quantcast