কতদিন পরে দেখা
কতদিন পর আবার দেখা
তোমার আমার
অচেনা এই ছায়াপথে এসে ।
তুমি কেমন আছ ?
মেঘবালিকার মত উড়ে উড়ে ,
নীলাকাশ দু’হাতে ছুঁয়ে ছুঁয়ে
এখনো ঘুরে বেড়াও কি ?
বর্ষার জলে ভিজে ভিজে
জীবনের গান গেয়ে বেড়াত যে ছেলেটি;
তপ্ত রোদে এখন তার গা পুড়ে যায় ,
স্বপ্নের সমাধি ঘটে প্রলয়ঙ্করী বরষায়
তোমার আমার
অচেনা এই ছায়াপথে এসে ।
তুমি কেমন আছ ?
মেঘবালিকার মত উড়ে উড়ে ,
নীলাকাশ দু’হাতে ছুঁয়ে ছুঁয়ে
এখনো ঘুরে বেড়াও কি ?
বর্ষার জলে ভিজে ভিজে
জীবনের গান গেয়ে বেড়াত যে ছেলেটি;
তপ্ত রোদে এখন তার গা পুড়ে যায় ,
স্বপ্নের সমাধি ঘটে প্রলয়ঙ্করী বরষায়
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসাদুজ্জামান নূর ১২/০৮/২০১৬not bad
-
হাসান কাবীর ১৪/১২/২০১৫সুন্দর ভাব।
-
মোবারক হোসেন ১৪/১২/২০১৫আপনার কবিতার সাথেও আমার অনেকদিন পরে দেখা।
ভাল লাগলো কবিতাটি পড়ে। ভাল থাকবেন।ধন্যবাদ। -
সীমা সান্যাল ১৪/১২/২০১৫খুব ভালো লাগলো।
-
এস, এম, আরশাদ ইমাম ১২/১২/২০১৫দারুণ!!
বেশ সন্দর রূপকল্প। চলুক বয়ে চলা। -
মোঃ নাজমুল হাসান ১২/১২/২০১৫অসাধারণ...
-
নির্ঝর ১২/১২/২০১৫ভালো লাগলো
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১২/১২/২০১৫মেঘবালিকার মত উড়ে উড়ে
নীলাকাশ দু'হাতে ছুঁয়ে ছুঁয়ে
এখনো ঘুরে বেড়াও কি?............।মনে দাগ টানলো