www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেমন আছি জানতে চেওনা

-

কেমন আছি জানতে চেওনা; হয়তো বলব ভালোই
আসলে আমি কষ্টের সাথে বন্ধুত্ব করে রই ।
স্বপ্নগুলো সব ঝড়ে গেছে কোন এক সিডর ঝড়ে,
দিয়ে গেছে শূন্যতা শুধু দু'হাতের মুঠো ভরে ।
জানতে চেওনা কতটা যন্ত্রণা রেখেছি বুকে চেপে,
দু'চোখের পাতা গভীর বেদনায় উঠে শুধু কেঁপে কেঁপে ।

হঠাৎ থমকে দাঁড়িয়ে দেখেছি দূরের একটু আলো,
ঠিক তখনি গগণ কোণে মেঘ করেছে কালো ।
তবু ভালো থাকার অভিনয়ে আমি নই মোটেও কাঁচা
প্রশ্ন করে যাই নিজেই নিজেরে এ কেমন হায় বাঁচা ?
বাঁচাও আমায় বাঁচাও তোমরা আছ কি কেউ প্রিয় ?
সইতে পারিনা রোজ রোজ এই যন্ত্রণা নারকীয় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ মুলুক আহমেদ ২৩/১১/২০১৫
    মন ছুয়ে যাবার মতো কবিতা
  • অসম্বভব সুন্দর কবিতা।
    মনছুঁয়ে গেল প্রিয়কবি।
  • হাসান কাবীর ২২/১১/২০১৫
    ভালো, বেশী বেশী লিখুন।
  • ahmadullah ashraf ২১/১১/২০১৫
    keno eto kosto tomar?
  • সুন্দর ভাব প্রকাশ ।
 
Quantcast