আজ মন খারাপের দিন
কি ভাবছ বসে ?
চোখে ভরা বিষন্নতার ছাপ ।
হলুদ পাতাটা ঝড়ে গেছে বলে
মন খারাপ ?
সাগর জলের ঢেউ কেন
চোখের কোণেতে বয় ?
বছরের বারোমাস বল
বসন্ত কি কখনো হয়?
হারিয়ে যাবার সময় হলে
যায় কি কাউকে বাঁধা ?
চোখের জলে বইয়ে নদী
তবে কেন মিছে কাঁদা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মৃণ্ময় আলম ২৪/০২/২০১৬ভাল লাগলো
-
মোঃ নাজমুল হাসান ০৯/১১/২০১৫হৃদয় ছুয়ে গেল...
-
নির্ঝর ০৮/১১/২০১৫সুন্দর কবিতা
-
নির্ঝর ০৪/১১/২০১৫অনেক সুন্দর
-
আসগার এইচ পারভেজ ০৪/১১/২০১৫মন ভালো করা কবিতা...
-
মৃণ্ময় আলম ০১/১১/২০১৫চমৎকার
-
তপন দাস ০১/১১/২০১৫বাহ! খুব সুন্দর!
-
Md. Ashik Hossain Rone ৩১/১০/২০১৫চমৎকার
-
রইস উদ্দিন খান আকাশ ৩১/১০/২০১৫সুন্দর
-
মনিরুজ্জামান শুভ্র ৩০/১০/২০১৫ভাল লাগলো ।
-
শমসের শেখ ৩০/১০/২০১৫অনেক অনেক ভালো লিখেছেন ভালো লাগলো।
-
মুরাদ হোসেন ২৯/১০/২০১৫প্রেয়সীর অভিমান ভাঙ্গাতে কাব্যিক উপস্থাপনাটা সুন্দরই হয়েছে ।
-
মোবারক হোসেন ২৯/১০/২০১৫মন মুগদ্ধকর কবিতা।ধন্যবাদ কবিকে।
-
শুভাশিষ আচার্য ২৯/১০/২০১৫বেশ।
-
পরশ ২৯/১০/২০১৫আমার মনটাও না খুব খারাপ
-
মোঃনাজমুল হাসান ২৯/১০/২০১৫ছবি দেখে লেখা। বাহঃ দারুণ।
ছবি কথা বলে
আর কবি লিখে চলে। অনবদ্য। শুভকামনা।