www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেমন আছ নীল ভ্রমরা

-

কেমন আছ নীল ভ্রমরা মনে কি আমায় পড়ে ?
এতটুকু তোমার সুখের লাগি এসেছিলাম সরে ।
কেমন আছি এই অচেনা গায় জানতে চায়নাতো কেউ ;
মাঝরাতে তাই দু’চোখে আমার বহে উত্তাল ঢেউ ।
স্বপ্নভাঙ্গা সেই নদীর তীরে বসে কা্টাই দিন ,
এলোমেলো বাতাস নৈপথ্যে বাজায় কষ্টসুরের বীণ ।
মেনে নিয়েছি সবটুকু আজ হয়ে গেছি নিঃশ্চুপ ;
পাথর চোখে দেখে গেছি কষ্টের শতরূপ ।
ফিরে যেতে চাই আবার আমি স্বপ্নময় অতীতে সেই ,
হারিয়ে ফেলেছি চেনা সেই পথ , হায় আর মনে নেই ।
নীল ভ্রমরা একটু দেবে কি স্বপ্নসুখের মায়া?
আঁধার পথ হাতড়ে খুজেঁছি একটু তোমার ছোয়া ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি , ছন্দের দিকে মন দিন। অনেক জায়গায় বিচ্যুতি ঘটেছে। বানান ও ।
  • শমসের শেখ ১০/১০/২০১৫
    এগিয়ে যাও কবি
  • ঋজু কবি ১০/১০/২০১৫
    সুন্দর কবিতা ।
    • ১০/১০/২০১৫
      ধন্যবাদ কবি ।
      ভালো থাকুন প্রতিনিয়ত ।
  • শরীফ আহমেদ ০৯/১০/২০১৫
    চমৎকার লিখনি
 
Quantcast