www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেন এসেছিলে অরু

-

কেন এসেছিলে অরু ?
ফুলের মালা হাতে ।
দু’হাত এখন অসাড়-বোধহীন ,
ফুলের পেলবতা এখানে আর
অনুভূত হয় না ।
কেন এসেছিলে অরু ?
ফুলের মালা হাতে ।
দু’চোখ এখন রক্ত দেখে দেখে অভ্যস্ত ;
ফুলের স্নিগ্ধতা ,
এ চোখে আর মায়া ধরাতে পারে না ।
কেন এসেছিলে অরু ?
ফুলের মালা হাতে ।
এই মন এখন পাথরের মতই কঠিন
ফুলের সৌরভ ,
এমনে আর মুগ্ধতা ছড়াতে পারে না ।
এখন আমি চোখ খুললেই
বিভৎস কিছু দেখতে পাই ,
যুদ্ধাস্ত্রের দামামা আমাকে ঘুমাতে দেয় না
কঠিন বর্ম পরে আমি শত্রুনিধনে মত্ত ।
তবু কেন এসেছিলে অরু?
ফুলের শুভ্রতা নিয়ে ।
কেন? কেন?.................।
****************
রচনাকালঃ ২৭/৭/২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল লিখেছেন, তবে অজানা কষ্টগুলো প্রকাশ পেয়েছে।
  • সাইদুর রহমান ৩০/০৭/২০১৫
    বাহ চমৎকার।
  • সবুজ আহমেদ কক্স ২৮/০৭/২০১৫
    নাইস মুগ্ধকর
 
Quantcast