www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যদি আর ফিরে না আসি

-

যদি আর ফিরে না আসি
কেঁদে কেঁদে চোখের পাতা ভিজিয়ে দিওনা ।
ঘুমের ঘোরে দেখা দুঃস্বপ্নের মত ভুলে যেও সব
নতুন করে হোক জীবনের উৎসব ।
কষ্টগুলো আর রেখোনা জমা ,
মনের নিভৃত কোণে
ডায়রীর মাঝখানের কয়েকটি পাতা
কেটে দিও সযতনে ।
রঙ্গিন ঘাসফুলগুলোকে পায়ে পিষে চলা
তোমার কাজ নয় জানি ,
তবু বেঁচে থাকার প্রয়োজনে কখনো কখনো
বিধ্বংসী হতে হয় ।
কখনো কখনো নৃশংস হতে হয় ।
স্বপ্নচারাগাছটাকে কখনো কখনো ,
দুঃসহ ক্যান্সারের মরণকোষ ভেবে
উপড়ে দিতে হয় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এম. আশিকুর রহমান ০৪/০৭/২০১৫
    অসাধারণ এক লিখনী।
    • ০৪/০৭/২০১৫
      ধন্যবাদ কবি আশিক ।
      ভালো থাকুন অনি:শেষ ।
  • জাহিদুর রহমান ২৮/০৬/২০১৫
    Valo laglo :)
  • ঐশিকা বসু ২৭/০৬/২০১৫
    বাঃ, কবিতার ভাষা খুব আধুনিক।
    • ২৭/০৬/২০১৫
      তাই?
      অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল ঐশিকা ।
  • জহরলাল মজুমদার ২৬/০৬/২০১৫
    কোনে-কোণে=হবে । কবিতা দারুণ
  • সাইদুর রহমান ২৬/০৬/২০১৫
    চমৎকার ভাবনা।
    সুন্দর কবিতা।
  • ভাবনাগুলো সুন্দর!
  • কঙ্ক ২৬/০৬/২০১৫
    ভালো লাগালো বেশ ।
    • ২৬/০৬/২০১৫
      ধন্যবাদ ।
      অদ্ভুত সুন্দর নাম আপনার কঙ্ক ।
      ভালো থাকুন অবিরত ।
  • ভালো লাগলো !!
 
Quantcast