www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কালবৈশাখী

-

কালবৈশাখী তুই কতই না পাষন্ড
সবকিছু করে গেলি লন্ডভন্ড
ক্ষেতের ফসল , ঘরবাড়ি আর গাছগাছালি
ভেঙ্গে দিলি ঘর ছিল যত জোড়াতালি
পশু-পাখির লাশ উঠোনের কোনায়
শূন্য গোয়াল দেখে চাষী দুঃখে বুক চাপড়ায়
ক্রন্দন আর করুণ বিলাপ আকাশে বাতাসে
কালবৈশাখী তুই বড় নিষ্ঠুর আর সর্বনেশে ।
ও পাড়ার তপুর মা ভিক্ষা করে কাটত যার দিন,
তোর আঘাতে গায়ের উপর পড়ল চালের টিন ।
গভীর রাতে ঘুমের মাঝে শুনে তার চিৎকার,
গ্রামের সবাই দেখল ছুটিয়া বুড়ি যে নেই আর ।
কেউ ছিলনা একূলে বুড়ির একটা ছেলে ছাড়া,
সেই ছেলেটারে কতে গেলি তুই এতিম বাঁধনহারা ।
কিইবা এমন বয়স ওর হবে বছর দশ,
জীবনটা কি বুঝে উঠবার হয়নি এখনো বয়স ।
এই বয়সেই পড়ল কাধে দুনিয়াদারির ভার
মায়ের কবরের পাশে কেঁদে চোখের জলে একাকার ।
সারাটা দিন কাঁদল ছেলেটি অজ্ঞান হল বারবার
দুঃখের আগুনে বুঝি বুকটা পুড়ে ছারখার ।
কালবৈশাখী তুই কি শুধু কাঁদাতেই জানিস ?
অবুঝ শিশুর বুকে কেন এভাবে আঘাত হানিস ?
কালবৈশাখী চেয়ে দেখ ছেলেটার চোখে এখনো জল ।
পশ্চিমাকাশে সূর্যটা বুঝি গেল অস্তাচল ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবু সাহেদ সরকার ২৯/০৫/২০১৫
    বেশ করুন দৃশ্য। কবিতাও বেশ চিন্তাশীল।
    ভিতরের লাইনে = কতে>করে হবে মনে হয়।
    ধন্যবাদ কবিতার জন্য কবি বন্ধু।
  • সাইদুর রহমান ২৯/০৪/২০১৫
    আহা কি মর্মান্তিক !
    অনেক শুভেচ্ছা।
    • ২৯/০৪/২০১৫
      ধন্যবাদ মন্তব্যের জন্য ।
      ভালো থায়াকুন নিরবধি ।
  • নাজমুল আহসান ২৯/০৪/২০১৫
    ভাল লেখেছেন
  • সহিদুল ইসলাম ২৯/০৪/২০১৫
    মর্মান্তিক
    • ২৯/০৪/২০১৫
      তাতো বটেই ।
      ধন্যবাদ মন্তব্যের জন্য ।
 
Quantcast