আলাদিনের প্রদীপ চাই
আমি এখন নাগরিক সভ্যতা থেকে অনেক অনেক দূরে
তবু মাঝে মাঝে বিবেকের দংশন খায় কুরে কুরে ।
অষ্টো-পৃষ্ঠে জড়িয়ে রেখেছে কয়েকটি বিষাক্ত ভয়ানক সাপ
ফণা তুলে উদ্যত ছোবলে, দেবে যেন ঝাপ ।
নিয়তির হাতে সপে দিলাম তাই জীবন-মরনের আশা
আলাদিনের প্রদীপ পেলেই আবার দেব ঘষা ।
বাঁচার আশায় পথ চেয়েছি মরিয়া হইনি কভু
দু'হাত তুলে প্রার্থনা করেছি দেখো তুমি প্রভু
অদৃশ্য থেকে কেউ যেন অট্টহাসি হাসে
যমরাজ এসে দাঁড়ায় বুঝি আমার জীবন নাশে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আগুন নদী ২৯/০৪/২০১৫
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫সুন্দর লিখনী
-
সাইদুর রহমান ০৬/০৪/২০১৫বাহ সুন্দর কবিতা।
শুভ কামনা। -
ঐশিকা বসু ০৬/০৪/২০১৫খুব ভাল লিখেছেন। অন্ত্যমিল বেশ আকর্ষণীয়।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/০৪/২০১৫চমৎকার লেখা। দারুন হয়েছে।
-
চোখের আলোয়_সম্পূর্ণা ০৩/০৪/২০১৫...
-
ফারুক নুর ০৩/০৪/২০১৫সুন্দর ।
-
স্বপন রোজারিও(১) ০৩/০৪/২০১৫চমৎকার।
এতো হতাশা
নয় জীবনের কামনা। -
দ্বীপ সরকার ০৩/০৪/২০১৫সুন্দর!
অনেকদূর......
ভাবনারা খায় কুরেকুরে।