www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহাপুরুষ সাধনা

-

সুখ পাখিটার ডানা আমার ভেঙ্গে দিয়েছে কেউ ।
তবু আমি গর্জে উঠিনি হয়ে উত্তাল ঢেউ ।
সয়ে গেছি সব , বয়ে গেছি সব এসেছে যত ঝড় ।
তবু শোন হে ঘাতক তোমায় করিনি কখনো পর ।
কামনা করেছি দু’হাত তুলে থাক যেন তুমি ভালো ;
অন্ধকার কেটে তোমার ঘরে ফুটুক ভোরের আলো ।
ফুল হাতে আমি ফিরে এসেছি যতই ঠেলেছ দূরে ;
পাবে একটা প্রেমের পাহাড় দেখ যদি বুক খুড়ে ।
ভেবোনা এসব অভিমান আমার, নয় অভিনয়ও ;
তোমার হিংস্র চোখের আগুনে পাইনি আমি ভয়ও ।
আঘাতের পর আঘাত পেয়ে রয়েছি নিঃশ্চুপ
দু'চোখ কখনো নেয়নি আমার হিংস্র ঘাতক রূপ ।
কি কারণ তার প্রশ্ন যদি আসে কারো মনে ;
মহাপুরুষ হবার ব্রত আমার বলব জনে জনে ।


রচনাকালঃ ২৮-০২-২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জাহিদুর রহমান ০৫/০৩/২০১৫
    বেশ ভাল।
  • জাফর পাঠান ০৪/০৩/২০১৫
    খুব উপভোগ করলাম ছন্দময় ও ভাবগাম্ভীর্যের কবিতাটি । ভালো থাকুন ও ঠিক এভাবেই চালিয়ে যান ।
    • ০৪/০৩/২০১৫
      অনেক ধন্যবাদ কবি ।
      উৎসাহ পেলাম ।
      ভালো থাকুন ।
  • নহাজা য়াজিনা ০৩/০৩/২০১৫
    :) বেশ!!!
    • ০৩/০৩/২০১৫
      অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
      ভালো থাকুন প্রতিনিয়ত ।
  • কুয়াশা রায় ০৩/০৩/২০১৫
    খুব ভাল লাগল.....এক মহামানবের কথা।
  • সুন্দর রূপান্তর
  • সবুজ আহমেদ কক্স ০৩/০৩/২০১৫
    এক কথায় দারুন সুন্দর
 
Quantcast