যুদ্ধযাত্রা-২
হেরে গেছি বলেই কিরে হয়ে গেছে সব শেষ ?
আমি আবার অস্ত্র হাতে নেব যোদ্ধার বেশ ।
কাপুরুষ-মূর্খরা ছেড়ে দে পথ নইলে পড়বে লাশ ;
গগণ-কোনে মেঘ দেখে এত কেন ভয় পাস?
কাদছিস কেন? ভাবছিস কেন? করছিস কেন যা তা ?
জানিস যদি বাঁচার মন্ত্র বুক উচিয়ে গা তা ।
দিসনা বাধা সরে যা রাধা যেতেই হবে আমায় ।
দুহাত ভরে , প্রেম দিয়ে ওরে সাধ্য কার মোরে থামায় ?
ফুলের মালা সেতো ছিড়েই ফেলেছি করেছি পদতলে পিষ্ঠ ;
কন্টকভরা পথের শেষটুকু দেখে তবেই হব তুষ্ট ।
রচনাকালঃ ২৮-০২-২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০১/০৩/২০১৫
-
আবু সাহেদ সরকার ০১/০৩/২০১৫পঙক্তিগুলো বেশ দারুন। ভালো লাগলো কবিতার চরণগুলো। আমার পাতায় আসবেন।
-
হাসান কামরুল ০১/০৩/২০১৫অসাধারন ।
-
বেনামী পত্তনদার ২৮/০২/২০১৫অপূর্ব
-
রইস উদ্দিন খান আকাশ ২৮/০২/২০১৫অসাধারণ কবিতা।
-
সবুজ আহমেদ কক্স ২৮/০২/২০১৫চমৎকার ......মুগ্ধতা লিখে গেলাম
-
জাফর পাঠান ২৮/০২/২০১৫চমৎকার লেখা । লৌকিক দলকানাদের হটিয়ে এই দেশটাকে শান্তির নীড় হিসাবে তুলে ধরতে হবে আমাদেরই । শুভাশীর্বাদ জানাই লেখকে ।
-
আবু ছায়েম ২৮/০২/২০১৫like an adventure
শুভেচ্ছা জানবেন।