ভালোবাসা দিবসের অন্যরকম বিশেষায়ন
১৪ই ফেব্রুয়ারিকে
আমার বিশেষ কোন দিন
মনে হয়না ।
ভালোবাসা কি কেবল
একদিনের জন্যই ?
নিশ্চয়ই না ।
ভালোবাসা দিবস মানে কি
উপহার বিনিময় আর ফুলেল শুভেচ্ছা
মুঠোফোনের মধুর SMS-এর জোয়ারে ভাসা ?
এমনটি মনে হয়না আমার ।
তাই এ ভালোবাসা দিবসে ।
কাউকে এসএমএস পাঠাইনি
একটা ফোনও করিনি
যাইনি প্রিয়তমার পাশে ।
আমার অনুভূতিগুলো ছিল
সবার চেয়ে ভিন্ন ,
এমনকি আমার প্রতিদিনকার রুটিন
এর চেয়ে ভালোবাসাপূর্ণ ।
আসলে ভালোবাসার বিশেষত্বে
দিনটি বিশেষায়িত না হলেও
ঠিকই বিশেষায়িত অন্য অর্থে ।
১৫-০২-২০১০
----------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবার্পণ ঘোষ ২৬/০২/২০১৫একদম ঠিক...
-
সাইদুর রহমান ১৮/০২/২০১৫খুব সুন্দর কবিতা।
শুভ কামনা রইলো। -
ফিরোজ মানিক ১৬/০২/২০১৫ভালোবাসা প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে লালিত হয়, প্রতিটি মানুষই চায় ভালোবাসার স্বাদ তাই প্রতিটি মানুষের জন্যই ভালোবাসার জন্য আলাদা কোন দিন নয়, প্রতিটি দিনই ভালোবাসার দিন।
-
জহির রহমান ১৬/০২/২০১৫“আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে- সো আমার জন্য প্রতিটি দিনই ভালোবাসাময়...!”
-
ভোরের শিশির ১৬/০২/২০১৫১৪ ইজ ১৪
-
আদনান আদি ১৬/০২/২০১৫সুন্দর ধরনা। সুন্দর িলেখেছন ভাইয়া
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০২/২০১৫ঘটনা কি?
-
রক্তিম ১৬/০২/২০১৫এমন করে ভাবিনি। কেও বা কারা এই দিন কে ম হ ত করতে চেয়েছে জানিনা । আমি জানি ভাল বাসার জন্য কোন দিন কাল পাত্র ঠিক থাকে না ।
-
সবুজ আহমেদ কক্স ১৬/০২/২০১৫valo valo @@@@ akto kamon jano @@@@@
-
আহমাদ সাজিদ ১৫/০২/২০১৫তারপরও ভালোবাসা
ভালোবাসার দিবস!
যেমন মা ডাকি প্রতিদিন, তারপরও মা দিবস!!