ভালবাসা দিবস ও আমার ভাবনা
চোখ আটকে গেল ক্যালেন্ডারের পাতায় ,
কাল চৌদ্দই ফেব্রুয়ারি
বিশ্ব ভালবাসা দিবস ।
মনে মনে ঠিক করলাম
কাল সকালে কতগুলো ফুল কিনে ,
ওকে উপহার দিব ।
পার্কে বসে গল্প করব কিছুক্ষণ ।
তারপর কোন নদীর তীরে
হাতে হাতে রেখে হাটব দুজন ।
সবুজ ঘাসের চাটাইয়ে বসে
সাগরের নীল জলরাশি দেখব ।
মাছরাঙ্গার পানিতে ঝাপিয়ে পড়ার দৃশ্য দেখে
খিলখিলিয়ে হেসে উঠবে ও ।
আমি হঠাৎ চমকে উঠে
জানতে চাইব হাসির কারন ।
তারপর আমিও যোগ দেব হাসিতে
হাসি আর ভালবাসায় কেটে যাবে সারা দিন ।
হঠাৎ চোখ সরে যায় জানালার ওপাশের আঁধারের দিকে
মনে পড়ে যায় সে তো আমার জীবন থেকে
কবেই হারিয়ে গেছে ।
চোখ ঝাপসা হয়ে যায় আমার
ভালবাসা দিবস মানেই তো একটা কষ্টের দিন আমার
চোখ মুখ বুঝে কোনরকমে কাটিয়ে দেই দিনটা ।
১৩-০২-২০০৭
.................................
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২০/০২/২০১৫ভাবনা টা খারাপ না তো
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০২/২০১৫সো স্যাড। লেখাটা দারুন।
-
সবুজ আহমেদ কক্স ১৪/০২/২০১৫besh hesh valo @@@@@@@ darun
-
জাহিদুর রহমান ১৪/০২/২০১৫Valobasa dibos o amr vabna.
Sundor likchan -
জাহিদুর রহমান ১৪/০২/২০১৫সুন্দর ।
-
কুয়াশা রায় ১৩/০২/২০১৫ভাল লাগল। সত্যি 'ভালবাসার দিন" কারও কারও কাছে বিরহের দিনও।
-
ফিরোজ মানিক ১৩/০২/২০১৫সো স্যাড।
-
জহির রহমান ১৩/০২/২০১৫...কবিতার শেষটা বেশি সুন্দর
-
হাসান কামরুল ১৩/০২/২০১৫বেশ ভালো।