www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গানঃ সব ফুল তো ফোটে না

-

সব ফুল তো ফোটে না
কিছু ফুল ঝড়ে যায় কলিতেই
আমার ভালবাসার মরন হল
ভালবাসি তারে বলিতেই ।
সাজানো ঘর আমার ভেঙ্গে গেল;
জমানো স্বপন সব মিছে হল ।
তাইতো আজও আমি
ভাসি চোখের জলেতেই ।
স্বপন কলি আর ফুটিল না
হঠাৎ শুকিয়ে ঝড়ে গেল তা
ঝড়ে পড়া সেই ফুলের কান্না
শুনি প্রতি রাতেই ।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১৮২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫
    fine tu @@
  • ফিরোজ মানিক ১১/০২/২০১৫
    ' যে ফুল ফোটার আগে কড়িতেই গেল ঝরে ফুটবার স্বাদ কি তার জাগেনি মরণ হলেই আর ক্ষতি কি।' আমার লেখা গানের একটা লাইন। সুন্দর লেখা আপনার গান।
  • ফিরোজ মানিক ১১/০২/২০১৫
    ' যে ফুল ফোটার আগে কড়িতেই গেল ঝরে ফুটবার স্বাদ কি তার জাগেনি মরণ হলেই আর ক্ষতি ককি।' আমার লেখা গানের একটা লাইন। সুন্দর লেখা আপনার গান।
  • জহির রহমান ১০/০২/২০১৫
    “...আমার ভালবাসার মরন হল
    ভালবাসি তারে বলিতেই!
    - দারুন।
    - শুভ কামনা কবির জন্য।
    • ১০/০২/২০১৫
      অনেক অনেক ধন্যবাদ ।
      ভালো থাকুন প্রতিনিয়ত ।
  • নাজমুল আহসান ১০/০২/২০১৫
    ভালবাসা অমর
  • হাসান কামরুল ১০/০২/২০১৫
    গানের কথা দারুণ।
  • রক্তিম ১০/০২/২০১৫
    ঠিক ক্থা বলেছেন। কবিতা জিব্ন্ত ।
  • সবুজ আহমেদ কক্স ১০/০২/২০১৫
    লিখাটা তো দারুণ ছবি টা আরো ভালো ......
    আমি ছবি পোষ্ট করতে চাই কিন্তু পারছি না ......।
    একটু পরামর্শ দিলে ভালো হতো...............।।ধন্যবাদ
    • ১০/০২/২০১৫
      আপনি যেই ছবি এড করবেন সেই ছবির ইমেজ লিঙ্ক লোকেশন কপি করে কোনকিছু পোস্ট করর সময় ছবি যোগ করুন অপশনে পেস্ট করে দিন ।
      ধন্যবাদ ।
  • সবুজ আহমেদ কক্স ১০/০২/২০১৫
    darun valo laglo @@@@@
  • নাবিক ১০/০২/২০১৫
    গানের কথাগুলো খুব সুন্দর। এই গানের শিল্পি কে?
  • আতিক রহমান ০৯/০২/২০১৫
    যদি চোখের জলে,
    দুঃখ কে মুছে ফেলা যেত-
    তবে জীবনের সমস্ত দুঃখ,
    আমি মুছে ফেলতাম।
    আমি আমার মত করে,
    আবার নতুন ভাবে-
    জীবনটাকে শুরু করতাম।
    কেউ ভালবাসি বললে,
    দু হাত তুলে, তার কাছে ক্ষমা চেয়ে নিতাম......

    আপনার কবিতা পড়ে এই কথা গুলোই কানে বাজলো। লেখা খুব ভালো লাগলো।
    • ০৯/০২/২০১৫
      অনেক ধন্যবাদ ।
      আপনার সুন্ন্দর মন্তব্যে মনটা ভরে গেল ।
      ভালো থাকুন প্রতিনিয়ত ।
      আর হ্যা লেখাটা কবিতা নয় । এটি একটি গান ।
 
Quantcast