যুদ্ধযাত্রা (৫০-তম )
হেরে গেলাম কেঁদে ফিরলাম দেখেনিতো কেউ ফিরে ।
অদৃষ্টেরে শুধালাম এই আঁধারে বাঁচার উপায় কিরে ?
অদৃষ্ট আমায় করে পরিহাস অট্টহাসি হেসে ;
তবে কি আমি ভুল করলাম যুদ্ধের মাঠেতে এসে ?
কেঁদে কেঁদে হয়রান হয়ে শেষে বসিলাম ধ্যানে ;
হঠাৎ যেন বাঁচার মন্ত্র দিয়ে গেল কেউ কানে ।
উঠে বসলাম , চোখ মুছলাম হতে হবে আজ জয়ী
কন্ঠে আমার বেড়িয়ে এল বক্তব্য জ্বালাময়ী ।
হঠাৎ দেখি কেউ নেই পাশে চারদিক আমার শূন্য ;
ভয় নেই আমার কাপুরুষের দল মানুষ আমি আজ ভিন্ন ।
কচ্ছপের খোলসে লুকানো মানবতা চাইনাতো আমি আজ;
তোদের পতিত মনের জমিনে করব আসল মানবতার চাষ ।
ভয় কিরে তোর ভয় কিরে তোর কিসের এত ভয় ?
সত্যের পথে সবসময়ই কিছু কাটা বিছানো রয় ।
হাসিস কেন ওরে বোকা আড়াল-অন্তঃপুরীতে ?
তোর বুক লাল করে দেব তীক্ষ্ণ অস্ত্র-ছুরিতে ।
নষ্ট বিবেকের বাড়াবাড়ি যেথা খুন করব সেথা হেসে ;
জেনে রাখিস আমি ফিরব আবার দুরন্ত বিজয়ী বেশে ।
রচনাকাল-০৩/০২/২০১৫
--------------------------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৫/০২/২০১৫
-
জাহিদুর রহমান ০৫/০২/২০১৫Apner kobita porea tho ersha hoitace vai
ato valo kivabe likhan? -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/০২/২০১৫congrats..................
-
সবুজ আহমেদ কক্স ০৪/০২/২০১৫অনেক অনেক বার পড়া হলো দারুণ ভাল লাগলো ..............................।...............।
-
কৌশিক আজাদ প্রণয় ০৪/০২/২০১৫দ্রোহী সত্ত্বা যেন নৈরাজ্যের অবসান ঘটাতে দেবদূত হিসেবে আবির্ভূত হতে অপেক্ষমান। কবিতা অত্যন্ত ভালো লেগেছে। মাত্রা বৃত্ত ছন্দের কবিতা। কোথাও কোথাও মাত্রার বিচ্যুতি হলেও সামগ্রিক কবিতা অনন্য।
শেষটাতে বেশ হিংস্র সত্ত্বার পরিচয় মিললেও সবটাই শান্তির লক্ষে। অনেক অনেক ভালোলাগা । -
ফিরোজ মানিক ০৪/০২/২০১৫পড়ে ভাল লাগলো, অসাধারণ একটা কবিতা।
-
নিহাল নাফিস ০৪/০২/২০১৫ভাল লাগল ।
-
আহমাদ সাজিদ ০৩/০২/২০১৫.সুন্দর
ভাল লিখেছেন। শুভ কামনা সতত।