পাপপোকা
রাত যখন গভীর ,
পাপপোকাগুলো আহ্বান করতে থাকে মিষ্টিসুরে ।
অযাচিত আলোড়ন তোলে হৃদয়পুরে
করে দেয় অন্ধ ।
মনুষ্যত্ব আর পশুত্বের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব ।
ঠিক যেন এক রশি টানাটানি খেলা ,
মনুষ্যত্বের বিপরীতে দাঁড়ায় একপাল ষাড়তেজী জোয়ান পাপ
সে কি তার প্রতাপ ?
স্নায়ুতন্ত্রে বাড়ে রক্তের চাপ ।
মনুষ্যত্ব যেন সেপাই তালপাতার
মূহুর্তেই পরাজয় ঘটে তার ।
না না মিথ্যা নয় এটাই চরম সত্য;
প্রবল প্রতাপে রাজত্ব করে যায় পশুত্ব ।
কল্পনার জানালাগুলো সব খুলে দেই এক এক করে
ঝড়ো বাতাসের মত ঘরে ঢোকে একঝাক পাপপোকা ,
কামড়ে-আঁচড়ে সর্বাঙ্গ করে ক্ষত-বিক্ষত ।
মনুষ্যত্বের অবস্থা তখন নিতান্তই শোচনীয়
সে জানেনা কি তার করনীয়
পশুত্বের পদপিষ্ঠ হয়ে ঢাকা পড়ে যায় একরাশ ধুলোস্তরের নিচে ।
দরজা খুলে বেড়িয়ে যাই আঁধার পথখানি ধরে
টোকা দেই কাঙ্ক্ষিত ঘরের দুয়ারে ।
যে ঘরে প্রতিনিয়তই চলে
পাপপোকার উলঙ্গ নৃত্য ।
আমি হারিয়ে যাই পাপ সাগরের অতলান্ত অতলে ।
………………………
পূর্ববর্তী ভার্সনঃ
রাত যখন গভীর ,
পাপপোকাগুলো আহ্বান করতে থাকে মিষ্টিসুরে ।
মনুষ্যত্ব আর পশুত্বের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব ।
ঠিক যেন এক রশি টানাটানি খেলা ,
মনুষ্যত্বের বিপরীতে দাঁড়ায় একপাল ষাড়তেজী জোয়ান পাপ
মনুষ্যত্ব যেন তালপাতার সেপাই
মূহুর্তেই পরাজয় ঘটে তার ।
প্রবল প্রতাপে রাজত্ব করে যায় পশুত্ব ।
কল্পনার জানালাগুলো সব খুলে দেই এক এক করে
ঝড়ো বাতাসের মত ঘরে ঢোকে একঝাক পাপপোকা ,
কামড়ে, আঁচড়ে সর্বাঙ্গ করে ক্ষত-বিক্ষত
মনুষ্যত্বের অবস্থা তখন নিতান্তই শোচনীয়
পশুত্বের পদপিষ্ঠ হয়ে ঢাকা পড়ে যায় একরাশ ধুলোস্তরের নিচে ।
দরজা খুলে বেড়িয়ে যাই আঁধার পথখানি ধরে
টোকা দেই কাঙ্ক্ষিত ঘরের দুয়ারে ।
যে ঘরে প্রতিনিয়ত চলে পাপপোকার উলঙ্গ নৃত্য
আমি হায়িয়ে যাই পাপ সাগরের অতলান্ত অতলে ।
-০২/০৭/২০১০
………………………
কথাঃ ছন্দহীনে ছন্দ দেয়ার চেষ্টা আর কি । আগের চেয়ে বর্তমানেরটা কেমন হয়েছে আশা করি জানাবেন কবি বন্ধুরা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এমএসবি নাজনীন লাকী ২৯/১২/২০১৪ভালো লাগলো
-
কৌশিক আজাদ প্রণয় ২৮/১২/২০১৪হারিয়ে> হায়িয়ে।
মনুষ্যত্ব ধীরে ধীরে পশুত্বের পদতলে পিষ্ট হচ্ছে, মুখ থুবড়ে পড়ছে মূল্যবোধ। কবিতাতে নৈরাজ্যের কলুষিত চরিত্রের বর্ণনা চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে। পাশাপাশি আত্মউপলব্ধিতে গভীর বিষাদ পেলাম। অশেষ ভালোলাগা রইলো কবি। -
শিমুল শুভ্র ২৬/১২/২০১৪খুবই সুন্দর কবিতা ,
মন টা ভরে গেলো । -
সাইদুর রহমান ২৫/১২/২০১৪খুব সুন্দর হয়েছে।
ছবিটা কিভাবে পোষ্ট করেছেন ?
আমারটায় হচ্ছে না।
অনেক শুভেচ্ছা। -
আহমাদ সাজিদ ২৫/১২/২০১৪ভালো হয়েছে..
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৫/১২/২০১৪দুটোই ভালো আগের টা বেশী...............