পিছু ফিরলেই দেখতে
তুমি পিছু ফিরলেই দেখতে
চোখভরা জল নিয়ে আমার দাঁড়িয়ে থাকা
তুমি কখনোই জানবে না হঠাৎ কেন বদলে গেলাম
আমিও চাইনা তোমাকে জানতে দিতে ।
তুমি শুধু জেনে যাবে, আমি এক প্রতারক
আমার ভালবাসা ছিল ক্ষনিকের সখ ।
কিন্তু আমি তো জানি তোমাকে ভালোবাসি কতটা ।
ভালোবাসার মানুষকে কে না চায় আপন করে নিতে
তারপরও সবার কি আর হয় সেই ভাগ্যটা ?
আসলে ভালোবাসার মানুষকে ভুলে থাকা যায়না
কিন্তু আমি তো চাইনা আমাকে ভেবে নষ্ট হোক তোমার জীবন
তাইতো বুকে পাথর বেঁধে ভেঙ্গে দিলাম মন
যাতে আমাকে মনে করে তোমাকে কাঁদতে না হয় আজীবন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রনবেশ ২৩/১২/২০১৪ভালো লাগলো। শুভেচ্ছা রইলো
-
বিজয় ২০/১২/২০১৪nice kobi
-
সাইদুর রহমান ১৪/১২/২০১৪অসাধারণ।
অনেক শুভেচ্ছা। -
রক্তিম ১২/১২/২০১৪এমন তো অনেকের হ্য় ,কজন এমন করে লিখে ফেলতে পারে ? কবিতা তো একটা আবেগ । সেটা বার বার প্রমান হ্য় । নতুন কিছু পড়ার জন্য অপেখ্যা থাকল...
-
স্বাধীন ০৯/১২/২০১৪খুভি সুন্দর
-
সুলতান মাহমুদ ০৯/১২/২০১৪good
-
মোঃ আবদুল করিম ০৯/১২/২০১৪ভালো হয়েছে,মনের কথাটির যদি ভাব ব্যক্তই যদি সকলে বুঝতে না পাড়লো তবে লিখেই বা লাভ কি কঠিন তরো ভাষায় ।
-
কৌশিক আজাদ প্রণয় ০৯/১২/২০১৪কিছু মনে করবেন না কবি, খুবই সস্তা মানের কবিতা এটা। ভালোবাসার সবকিছুই যদি ব্যক্ত হয়ে যায় তবে সেখানে পূর্ণতা থাকে না। সহজভাবে অনেক গুলো কথা লিখলেন চিরায়ত প্রেমিক প্রেমিকার বিচ্ছেদের পরে প্রেমিকের বিলাপ, তবে ভাষার ব্যবহার এতোটাই সাধারণ ছিল জে কাব্যিকতা কম ফুটে উঠেছে। আপনার লেখা আগেও পড়েছি। লেখনী ক্ষমতা আপনার অসাধারণ। তাই আপনার কাছ থেকে মুল্যবান লেখা আশা করি।
-
অনিরুদ্ধ বুলবুল ০৯/১২/২০১৪সুন্দর হয়েছে - অভিনন্দন
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/১২/২০১৪বস এই তো চরম। কোনো স্বার্থপরতা চলবে না। ভালোবাসাটা আসলে এরকমই হওয়া উচিৎ। ভালো লিখেছেন।
-
জমাতুল ইসলাম পরাগ ০৯/১২/২০১৪ভাইরে একারণেই বলি...
চোখটা এত পোড়ায় কেন?
মাঝে মাঝে কবিতা নিজের সাথে মিলে যায়।