www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পিছু ফিরলেই দেখতে

-

তুমি পিছু ফিরলেই দেখতে
চোখভরা জল নিয়ে আমার দাঁড়িয়ে থাকা
তুমি কখনোই জানবে না হঠাৎ কেন বদলে গেলাম
আমিও চাইনা তোমাকে জানতে দিতে ।
তুমি শুধু জেনে যাবে, আমি এক প্রতারক
আমার ভালবাসা ছিল ক্ষনিকের সখ ।
কিন্তু আমি তো জানি তোমাকে ভালোবাসি কতটা ।
ভালোবাসার মানুষকে কে না চায় আপন করে নিতে
তারপরও সবার কি আর হয় সেই ভাগ্যটা ?
আসলে ভালোবাসার মানুষকে ভুলে থাকা যায়না
কিন্তু আমি তো চাইনা আমাকে ভেবে নষ্ট হোক তোমার জীবন
তাইতো বুকে পাথর বেঁধে ভেঙ্গে দিলাম মন
যাতে আমাকে মনে করে তোমাকে কাঁদতে না হয় আজীবন ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রনবেশ ২৩/১২/২০১৪
    ভালো লাগলো। শুভেচ্ছা রইলো
  • বিজয় ২০/১২/২০১৪
    nice kobi
  • সাইদুর রহমান ১৪/১২/২০১৪
    অসাধারণ।
    অনেক শুভেচ্ছা।
  • রক্তিম ১২/১২/২০১৪
    এমন তো অনেকের হ্য় ,কজন এমন করে লিখে ফেলতে পারে ? কবিতা তো একটা আবেগ । সেটা বার বার প্রমান হ্য় । নতুন কিছু পড়ার জন্য অপেখ্যা থাকল...
  • স্বাধীন ০৯/১২/২০১৪
    খুভি সুন্দর
  • সুলতান মাহমুদ ০৯/১২/২০১৪
    good
  • মোঃ আবদুল করিম ০৯/১২/২০১৪
    ভালো হয়েছে,মনের কথাটির যদি ভাব ব্যক্তই যদি সকলে বুঝতে না পাড়লো তবে লিখেই বা লাভ কি কঠিন তরো ভাষায় ।
  • কিছু মনে করবেন না কবি, খুবই সস্তা মানের কবিতা এটা। ভালোবাসার সবকিছুই যদি ব্যক্ত হয়ে যায় তবে সেখানে পূর্ণতা থাকে না। সহজভাবে অনেক গুলো কথা লিখলেন চিরায়ত প্রেমিক প্রেমিকার বিচ্ছেদের পরে প্রেমিকের বিলাপ, তবে ভাষার ব্যবহার এতোটাই সাধারণ ছিল জে কাব্যিকতা কম ফুটে উঠেছে। আপনার লেখা আগেও পড়েছি। লেখনী ক্ষমতা আপনার অসাধারণ। তাই আপনার কাছ থেকে মুল্যবান লেখা আশা করি।
    • ০৯/১২/২০১৪
      মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ । আরো ভালো লাগল অকপটে সত্যিটা বলার জন্য । আসলে এ ধরনের মন্তব্য কবিতার মান উন্নয়নে অনেকটাই সহায়ক ।
      আর এ কবিতার ব্যাপারে যা বলব তা হল কবির মনে সবসময় সমান কাব্যিকতা থাকে না । কিছু কিছু সময় আছে যখন কবিতার কোন প্লটই মাথায় আসে না । তখন জোর করে কিছু একটা বের করতে গেলে যেটা হয় সেটা অখাদ্য ব্যতীত আর কিছু নয় ।
      দ্বিতীয়ত, আমার কবিতাগুলো আসলে বিভিন্ন সময়ের লেখা । কোনটা কোনটা হয়তো প্রথম যে সময় কবিতা লিখি সে সময়ের লেখা । সেজন্যই হয়তো কাঁচা হাতের পরশ থেকে গেছে ।
      অসংখ্য ভালোলাগা আপনাকে ।
  • অনিরুদ্ধ বুলবুল ০৯/১২/২০১৪
    সুন্দর হয়েছে - অভিনন্দন
  • বস এই তো চরম। কোনো স্বার্থপরতা চলবে না। ভালোবাসাটা আসলে এরকমই হওয়া উচিৎ। ভালো লিখেছেন।
  • ভাইরে একারণেই বলি...

    চোখটা এত পোড়ায় কেন?

    মাঝে মাঝে কবিতা নিজের সাথে মিলে যায়।
    • ০৯/১২/২০১৪
      অশেষ ধন্যবাদ ।
      এই কবিতার সবটুকুই কাল্পনিক । কারো জীবনের সাথে কোন অংশে মিলে গেলে সেজন্য কবি দায়ী নয় ।
      হা হা হা ।
 
Quantcast