পথ চেয়ে আছি
সে চেয়েছিল শুধু একবার
পিছু ফিরে ,
তারপর শুধুই হেটে হেটে চলা
অসীম দূরত্বের পথটি ধরে ।
থেমে গেছে চলা যার,
হয়তো মেনে নিতে পারেনি হার ।
তাই আজও বসে সেই চিরচেনা পথের বাকে ,
নতুন করে স্বপ্ন আঁকে ।
বিশাল পৃথিবীর গোলত্বের কারনে ,
যদি সে ফিরে আসে ?
যদি আসে ?
যদি আসে ?
যদি আসে…………
……………............
……………………………
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ১০/০১/২০১৫চমৎকার লেখার জন্য অভিনন্দন
-
মোঃ আবদুল করিম ০৮/১২/২০১৪ভালো লাগলো কবি বন্ধু
-
দীপঙ্কর বেরা ০৮/১২/২০১৪ভাল লেখা
-
কৌশিক আজাদ প্রণয় ০৮/১২/২০১৪ফিরে পাবার আকাঙ্ক্ষায় মুগ্ধ হলাম কবি। হারিয়ে যাওয়ার শূন্যতাও প্রাণ ছুঁয়ে গিয়েছে। অভিনন্দন কবি
-
মুহাম্মদ মাসউদ ০৮/১২/২০১৪সুন্দর
-
অনিরুদ্ধ বুলবুল ০৮/১২/২০১৪পথ চলিতে, যদি চকিতে - কভু দেখা হয়.........
বেশ হয়েছে - -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/১২/২০১৪অবশ্যই আসবে। শুধু চোখের পলক ফেলো না। কারন নিমিষেই হারিয়ে যেতে পারে। প্রেমিকের মনের কথা ভালো লাগলো।
-
আবিদ আল আহসান ০৭/১২/২০১৪সুন্দর লাগলো