www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিন্দিত জীবন

-
আমি এখন আর সেই খ্যাপাটে কিশোর নই
মুখ বুজে অনেক কিছুই সয়ে যেতে হয় ;
বিষে ভরা ফণা তুলে ফুঁসে উঠতে পারিনা
যদি দু’পায়ে পিষে ফেলে কেউ ।
এখন আমার দু’হাতই বাধা ,
হয়তোবা নয় কোন দৃশ্যমান বাঁধনে ;
পুড়ে যাচ্ছে ঘর সাধ্য নেই আমার
জল দেব যে আগুন নির্বাপণে ।
আমার হুংকার হঠাৎ থমকে হয়ে যায় মিউ মিউ ;
তবু দেখি লাঠি উচিয়ে চলে আসে কেউ কেউ ।
বাঁচার প্রয়োজনে যুদ্ধ নয় মেনে নিয়েছি আত্নসমর্পন;
হায় একি বেঁচে থাকা নাকি এক নিন্দিত জীবন ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরিতোষ ভৌমিক ০৯/১২/২০১৪
    দারুন লিখেছেন, পরাজয়ের মধ্যে জীবনের গ্লানির পাশাপাশি সার্থকতা সবাই খুঁজতে পারেনা, আপনি পেরেছেন । বেশ ভালো লাগলো আপনার লেখাটি ।
  • Mahfuza Sultana ০৮/১২/২০১৪
    ভাল ভাবনা
  • মুহাম্মদ মাসউদ ০৮/১২/২০১৪
    সত্যিই। অসাধারণ ভাব
  • অসাধারণ বোধের কবিতা। জীবনমুখী ছন্দ মাখানো শব্দাবলী। অনিচ্ছাতেও অনেক পরাজয়কে নিয়তি আর নিয়ম ভেবে মেনে নেই আমরা। আর প্রতিনিয়ত চেতনার দংশনে আহত হই। ভালো লাগা রইলো।
    • ০৭/১২/২০১৪
      অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগা রইল ।
      ভালো থাকবেন ।
  • যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে।

    মেঘ দেখে তোরা করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে।

    আপনার লেখাটি আমার মনে ধরেছে।
  • একনিষ্ঠ অনুগত ০৬/১২/২০১৪
    সুন্দর লেখা।
  • মল্লিকা রায় ০৬/১২/২০১৪
    ভালো কথা,বেশ ভাল লাগলো কবিতা।শুভেচ্ছা রইলো।
    • ০৬/১২/২০১৪
      শুভেচ্ছা আপনাকেও ।
      ভালো থাকবেন ।
  • আবিদ আল আহসান ০৫/১২/২০১৪
    ভালো লাগলো
 
Quantcast