www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখের ভাষায় লেখা যে চিঠি

-
S -
অন্তরে নীল বেদনার রেখা
হয়তোবা যায়না দেখা ।
দেখে শুধু একজনই ,
আমাকে খুঁজে বেড়ায় যে
হৃদয়ের জানালায় চোখ রেখে একাকী ।
বন্ধু আমার , পড়তে পার কি ?
লেখা আছে যা চোখের তারায়
অদৃশ্য এক ভাষায় ।
-J
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রনবেশ ২৩/১২/২০১৪
    খুবই ভালো।
  • তবুও ভালোই!
  • মোঃ আবদুল করিম ০৩/১২/২০১৪
    তাতো অবশ্যই ,ভালো হয়েছে ।
  • এক্সকিউজ মি, স্যার জে তো বুঝলাম জাহিদ বাট এস টা একটু এলাবোরেট করবেন প্লিজ................
    • ০৩/১২/২০১৪
      অবশ্যই । কেন নয়?
      হয়তোবা কোন এক কবিতায় ।
  • অনিরুদ্ধ বুলবুল ০২/১২/২০১৪
    চোখের ভাষা না হয় একজনই পড়তে পারে কিন্তু আমি যে একচোখে দেখছি S আর অপর চোখে দেখছি J ?
    S আর J তে কি বুঝিয়েছেন ?
    • ০৩/১২/২০১৪
      এটা আসলে দুটি নামের অদ্যাক্ষর ।
      ধন্যবাদ ।
  • বেশ লিখেছেন । রোমান্টিক ও বটে ।
    • ০২/১২/২০১৪
      ধন্যবাদ ।
      অনেকদিন পর আপনাকে পেলাম ।
  • দেলোয়ার হোসাইন ০২/১২/২০১৪
    ওয়াও ! বেশ রোমান্টিক
 
Quantcast