www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসি হয়নি বলা

-
পাশের বাড়ির একটি মেয়ে
লাগল আমার ভালো ,
হরিণ কালো চোখ দুটি তার
রংটা একটু কালো ।
রোজ বিকেলে ছাদে এসে
আকাশ দেখে সে ,
মেঘকালো চুলগুলো তার
উড়ে বাতাসে ।
আমিও আকাশ দেখার ছলে
দেখি শুধু তারে ,
চোখাচোখি হলে কভু
লাজে যাই মরে ।
রাতের আঁধার আসলে নেমে
যায় মেয়েটি ফিরে ,
সুখের বিকেল শেষ হয়ে যায়
অন্ধকারের ভীড়ে ।
রাতের বেলা হাজার স্বপন
তারে নিয়া দেখি ,
আনব তারে বধু করে
এইতো কদিন বাকি ।
আবার যখন আসে বিকেল
হয়না তারে বলা ,
বলি বলি করে শুধু
যায় ফুরিয়ে বেলা ।
দিন দিন বুকের মাঝে
বাড়ে বড় জ্বালা ,
ভালবাসি তারে আমি
হয়নি আজো বলা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এম এ সবুর ০৪/১২/২০১৪
    শুধুই ভালোবাসা ভালোবাসা এ বাসাটাই জীবনের বড় অভাব। ভালো হয়েছে কবি
  • অনিরুদ্ধ বুলবুল ০১/১২/২০১৪
    প্রথম ভাললাগার শিহরিত অনুভূতি এমনই হয়।
    কিছু লাজ কিছু দ্বিধা কিছু ভয় অথচ হৃদয়জুড়ে ভালবাসার মোহনীয় বাসনা...
    সুন্দর ভাবে চিত্রিত করেছেন।
    ভাল লাগল - শুভেচ্ছা রইল।
  • চমৎকার!
  • আমার মনে হয় মেয়ের বাবাকে বললে বেশি ভালো হয়।.........................
  • ভাই তাকেই বলেই দিন ভালবাসি......।
    কবিতাটা বেশ সুন্দর হয়েছে
 
Quantcast