কি করে এত বদলে গেলে তুমি
তুমি ভাষাহীন করে দিয়েছ আমার কবিত্বকে ।
শেষ বিকেলে ডানা মেলে উড়তে থাকা
একটি পাখির টুঁটি চেপে ধরেছ ,
গভীর অন্ধকারের আবর্তে ।
আমি কোন কাব্যগাথা থেকে উঠে আসা ,
বীরপুরুষের অপেক্ষা করছি না ।
আমি ভাষাহীন চোখে দেখছি তোমায় ।
কি করে এত বদলে গেলে ?
Facebook: 02-06-13
শেষ বিকেলে ডানা মেলে উড়তে থাকা
একটি পাখির টুঁটি চেপে ধরেছ ,
গভীর অন্ধকারের আবর্তে ।
আমি কোন কাব্যগাথা থেকে উঠে আসা ,
বীরপুরুষের অপেক্ষা করছি না ।
আমি ভাষাহীন চোখে দেখছি তোমায় ।
কি করে এত বদলে গেলে ?
Facebook: 02-06-13
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃইস্রাফিল হোসেন ৩০/১১/২০১৪বাকরুদ্ধু সময়ের অস্থিরতা ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/১১/২০১৪ব্যাপার না ...................
অনেক সুন্দর হয়েছে। -
অনিরুদ্ধ বুলবুল ২৮/১১/২০১৪'তার' বদলে যাওয়ায়ই না একজন কবির কলমে এমন সুন্দর একটা কবিতার জন্ম দেখলাম!
শুভেচ্ছা কবি - -
রক্তিম ২৮/১১/২০১৪বাহ একটা মুহূর্ত ধরেছেন । বেশ সুন্দর ।
-
স্বপন শর্মা ২৭/১১/২০১৪ভালোই লাগল কবি...