আর ওঠেনি পূর্নিমা চাঁদ
আজ পূর্নিমা রাত
আকাশে অপরূপ চাঁদ ।
মুগ্ধ হয়ে অপলক থাকি চেয়ে,
তবুও হঠাৎ বিষাদে মনটা যায় ছেয়ে ।
মনে পড়ে আমার মনের আকাশেও
ছিল এমনি একটি চাঁদ ।
যার মায়াবী আলোকচ্ছটা,
বিদূরিত করেছিল সকল অন্ধকার ।
আমার মনে বইয়ে দিয়েছিল
ভালোবাসার জোয়ার ।
কিন্তু একদিন আবার,
সবকিছু অমাবস্যা রাতের মত অন্ধকার করে
অন্ধকারেই হারিয়ে গেল চাঁদটা ।
অমাবস্যায় হারানো চাঁদতো,
ফিরে আসে আবার
পূর্নিমা চাঁদ হয়ে ।
কিন্তু সেতো আর
কোনদিন ফিরে এলো না
দিয়ে গেল শুধুই দীর্ঘশ্বাস ।
অমাবস্যার আধাঁরেই রয়ে গেল
মনের আকাশ ।
০৭-০৩-২০০৭
………
আকাশে অপরূপ চাঁদ ।
মুগ্ধ হয়ে অপলক থাকি চেয়ে,
তবুও হঠাৎ বিষাদে মনটা যায় ছেয়ে ।
মনে পড়ে আমার মনের আকাশেও
ছিল এমনি একটি চাঁদ ।
যার মায়াবী আলোকচ্ছটা,
বিদূরিত করেছিল সকল অন্ধকার ।
আমার মনে বইয়ে দিয়েছিল
ভালোবাসার জোয়ার ।
কিন্তু একদিন আবার,
সবকিছু অমাবস্যা রাতের মত অন্ধকার করে
অন্ধকারেই হারিয়ে গেল চাঁদটা ।
অমাবস্যায় হারানো চাঁদতো,
ফিরে আসে আবার
পূর্নিমা চাঁদ হয়ে ।
কিন্তু সেতো আর
কোনদিন ফিরে এলো না
দিয়ে গেল শুধুই দীর্ঘশ্বাস ।
অমাবস্যার আধাঁরেই রয়ে গেল
মনের আকাশ ।
০৭-০৩-২০০৭
………
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেলোয়ার হোসাইন ০৩/১২/২০১৪
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪হয়তো আবার আসিবে ফিরে.........................
বেশ রোমান্টিক লেখা। -
একনিষ্ঠ অনুগত ২৩/১১/২০১৪কেন যে হারায়, কেন যে আর ফেরে না...
ভালো লাগলো কবি।। -
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২২/১১/২০১৪সাবলিল লেখনি !
-
মনিরুজ্জামান শুভ্র ২২/১১/২০১৪ভাল লাগলো । বেশ গুছানো লেখা ।
নীল আম্স্ট্রং নাকি সাইদি সাহেব।
আমার মনে হয় দুইজনের যে কোন একজন সেই চাঁদটাকে নিয়া পালাইছে ৷