এই কি বিবেক
স্পীডবোটে ওঠার সময় পা হড়কে পানিতে পড়ে যায় এক বৃদ্ধলোক।
এই দেখে শব্দ করে হেসে উঠল এক লোক। খুব মজা পেয়েছে সে।হাসি যেন আর থামতেই চায় না। মনুষ্যত্ব কোন পর্যায়ে গেলে বাপের বয়সী এক লোকের পড়ে যাওয়া দেখে আমরা হাসতে পারি ভেবে পাই না।
(True story)
এই দেখে শব্দ করে হেসে উঠল এক লোক। খুব মজা পেয়েছে সে।হাসি যেন আর থামতেই চায় না। মনুষ্যত্ব কোন পর্যায়ে গেলে বাপের বয়সী এক লোকের পড়ে যাওয়া দেখে আমরা হাসতে পারি ভেবে পাই না।
(True story)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসাদুজ্জামান নূর ২৪/১০/২০১৪আমাদের অবশ্যই উচিত বয়জ্যাষ্ঠদের সম্নান করা
-
স্বপন রোজারিও(১) ০৪/১০/২০১৪মোটেও হাসা ঠিক হয়নি। আজ যারা কম বয়সী তারা একদিন বৃদ্ধ হবে। তখন কম বয়সীরাও হাসবে। তখন আমাদের কেমন লাগবে???
-
আফরান মোল্লা ০৪/১০/২০১৪খুবই দুঃখের কথা
-
আবু সাহেদ সরকার ০৩/১০/২০১৪অন্যের বিপদে যে অট্ট হাসি দেয়, সে অহংকারীর মধ্যে গণ্য হয়। ধন্যবাদ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/১০/২০১৪বিবেক যেনো আজ....................