www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সর্বংসহা

-
ওরা আমার কপালে বর্ষিছে পাথর
কই আমি তো কাঁদিনা ,
তবে তোমরা কেন কাঁদো ?
আমার কপালের ক্ষত থেকে
গড়িয়ে পরছে কত রক্ত ।
কই আমি তো বাঁধিনা ,
তবে তোমরা কেন বাঁধো ?
যাও তোমরা সরে যাও
আমাকে আরো সইতে দাও ,
পাথরের আঘাত ।
যাও বলছি কেঁপোনা কাপুরুষের মত ।
প্রয়োজনে ঘরের সবক’টা দ্বার বন্ধ করে
অন্ধকারে গাঁ ঢাকা দিয়ে থাকো ।
তারপরেও যদি ওরা তোমাদের কাছে যায়
ওদের পায়ে লুটিয়ে পড়ে ,
ক্ষমা চেয়ে নিতে ভুল করো না’কো ।
ক্ষমা পাও্য়ার শর্তে ওদের দলে ভীড়ে
তোমরাও আমার গায়ে বর্ষাও পাথর ।
যতক্ষণ আমার গাঁয়ে দাঁড়াবার ক্ষমতা থাকবে
ততক্ষন দাঁড়িয়ে থাকবো ।
তারপর যখন দাঁড়াবার ক্ষমতা লোপ পেয়ে যাবে
শুয়ে শুয়ে আঘাত সইবো ।
একসময় হয়তো ওদের পাথর ফুরিয়ে যাবে
কিংবা ক্লান্ত হয়ে পরবে ওরা ।
কিন্তু আমি পাথরের মত নিশ্চল দাঁড়িয়ে
পুনঃ আঘাতের প্রতীক্ষায় রইবো ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ০৪/১০/২০১৪
    এমনি সর্বসংহা হতে হয় প্রতিটি প্রতিবাদী প্রাণকে...
  • অসীম সহিষ্ণুতার প্রকাশ ।।
  • ভাল লাগল।
  • মোহাম্মদ তারেক ২৯/০৯/২০১৪
    একেই বলে 'পাথর প্রাণ'...আঘাতেও মরণহীন...ভাল হয়েছে লেখাটা।
    • ২৯/০৯/২০১৪
      ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।
  • শেষ অদম্য অভিপ্রায় টা অসাধারণ। পুরো কবিতাতে সর্বংসহা তো শুধুই সর্বংসহা নয়, মহাসর্বংসহা। প্রথমে প্রচলিত অনাচারের কাছে নত হয়ে নৈরাশ্য। অন্তিমে অদম্য ব্যক্তিত্বে অবিচল। চমৎকার কবিতা এটি।
    • ২৯/০৯/২০১৪
      সুপ্রিয় আপনার মূল্যবান মতামত জানতে পেরে অনেক ভালো লাগল ।
  • বাহ চমৎকার। হটস এ ধৈর্য? আপনি তো কলম্বাস কে হার মানাবেন। লেখাটা বেশ উদ্দীপনামূলক ভালো লাগলো।
    • ২৯/০৯/২০১৪
      হাহাহা .........যা বললেন ইঞ্জিনিয়ার সাহেব ।
  • স্বপন শর্মা ২৮/০৯/২০১৪
    চমৎকার প্রতিবাদের ভাষা.....
    • ২৯/০৯/২০১৪
      ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।
  • ভাল লাগলো ।
 
Quantcast