বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি
-এই যে ভাই সময় কত ?
-কি ? বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ।
সেকি বলছেন ? বারোটায় আমার জরুরী মিটিং ।
ইস কি ভাবে যে কি হল ?
বড্ড তো দেরি হয়ে গেল ।
-আরে ভাই কি বলছেন ? দেরি হবে কেন ?
আপনি কি ঘুমিয়ে ছিলেন
এক হাজার বছর ?
শুনেছি তখন নাকি ,
এক মাইল যেতে চলে যেত
দশ দশটি মিনিট ।
কিন্তু আজ তো চোখের পলকে
যাওয়া যায় চন্দ্র – মঙ্গলে
পাঁচ মিনিট ,
সেতো অনেক সময় ।
এই দেখুন না ,
আমাকেও বারোটা দশ মিনিটে
থাকতে হবে ইউরেনাস গ্রহে
বিজ্ঞানীদের এক জরুরী সভায় ।
চেয়ে দেখুন এই যন্ত্রটা ,
এক মিনিট আগে এর একটি বোতাম চেপে
চলে যাব ইউরেনাস গ্রহে
আপনি কি এ যুগেও সেই
বাস কিংবা বিমানের কথা ভাবছেন ?
আরে ভাই ওগুলো তো দেখা যায় যাদুঘরে ।
তাছাড়া আপনি না গেলেও তো পারেন
এ যন্ত্রের মাধ্যমে সারা সৌরজগতের মানুষ
শুনবে আপনার কথা দেখবেও আপনাকে ।
সেখানে না গিয়েও তো আপনি মিটিং করতে পারেন ।
কি? আপনার কাছে এ যন্ত্র নেই
ঠিক আছে চলুন এখনো তো তিন মিনিট বাকি
আপনাকে আগে পৌছে দিয়ে ,
তারপর আমি যাব ইউরেনাসে ।
আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠি
তখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ।
-কি ? বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ।
সেকি বলছেন ? বারোটায় আমার জরুরী মিটিং ।
ইস কি ভাবে যে কি হল ?
বড্ড তো দেরি হয়ে গেল ।
-আরে ভাই কি বলছেন ? দেরি হবে কেন ?
আপনি কি ঘুমিয়ে ছিলেন
এক হাজার বছর ?
শুনেছি তখন নাকি ,
এক মাইল যেতে চলে যেত
দশ দশটি মিনিট ।
কিন্তু আজ তো চোখের পলকে
যাওয়া যায় চন্দ্র – মঙ্গলে
পাঁচ মিনিট ,
সেতো অনেক সময় ।
এই দেখুন না ,
আমাকেও বারোটা দশ মিনিটে
থাকতে হবে ইউরেনাস গ্রহে
বিজ্ঞানীদের এক জরুরী সভায় ।
চেয়ে দেখুন এই যন্ত্রটা ,
এক মিনিট আগে এর একটি বোতাম চেপে
চলে যাব ইউরেনাস গ্রহে
আপনি কি এ যুগেও সেই
বাস কিংবা বিমানের কথা ভাবছেন ?
আরে ভাই ওগুলো তো দেখা যায় যাদুঘরে ।
তাছাড়া আপনি না গেলেও তো পারেন
এ যন্ত্রের মাধ্যমে সারা সৌরজগতের মানুষ
শুনবে আপনার কথা দেখবেও আপনাকে ।
সেখানে না গিয়েও তো আপনি মিটিং করতে পারেন ।
কি? আপনার কাছে এ যন্ত্র নেই
ঠিক আছে চলুন এখনো তো তিন মিনিট বাকি
আপনাকে আগে পৌছে দিয়ে ,
তারপর আমি যাব ইউরেনাসে ।
আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠি
তখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৮/০৯/২০১৪বেশ ভাল লাগল।
-
স্বপন শর্মা ২৮/০৯/২০১৪টাইম মেশিন......
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/০৯/২০১৪ভাই পারলে আমাকে একটা কপি দিবেন প্লিজ।
-
মনিরুজ্জামান শুভ্র ২৭/০৯/২০১৪চমৎকার লিখেছেন । অনেক ভাল লাগলো ।