www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুর্ভেদ্য এক প্রাচীর

-
নিকষ কালো অন্ধকারের দুর্ভেদ্য এক প্রাচীরে
বন্দী আমি ।
আমি পারিনি এ প্রাচীর ভেদ করে
বেড়িয়ে যেতে,
আমি পারিনি বাইরের মুক্ত আলো বাতাসের
স্বাদ নিতে ।
দুর্গন্ধযুক্ত বাতাস প্রবাহিত হচ্ছে
এখানে সর্বত্র ।
আমার নাসিকা, মুখগহ্বর থেকে
ফুসফুস রক্ত,
শিরা- উপশিরা ধমনীতে,
এমনকি আমার মাথার মস্তকে
পূর্ণ এ বিষাক্ত বাতাসে ।
হয়তো কয়েকটি দগদগে ঘা হয়েছে
আমার কলজেতে,
মাঝে মাঝে চিনচিনে ব্যথাবোধ হয়
এই বুকেতে ।
একসময় হয়তো কলজেটা ছিড়ে পড়বে
রক্তক্ষরণ যা হবার ওখানেই হবে
পড়বেনা কারো চোখে তা
পাকস্থলী হজম করে ফেলবে কলজেটা
তারপর………, তারপর শুধু কলজেবিহীন মানুষ আমি ।
আসলেই মানুষ নাকি অন্য কিছু
মাঝে মাঝে ইচ্ছে হয় এ প্রাচীরে মাথা ঠুকে
মরে যেতে ।
কিন্তু তাও পারিনা আমি,
অথচ এ প্রাচীর আমারি গড়া
স্বরচিত নরকে পুড়ছি আমি
আসলেই এ এক দুর্ভেদ্য প্রাচীর    
            -৪/৫-১০-২০০৭
   ------------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ২৩/০৯/২০১৪
    চমৎকার লেখা ৯/১০।
  • বেশ ভাল লাগল।
    • ২২/০৯/২০১৪
      ধন্যবাদ ।
  • প্লিজ আর যাই করুন শিগগীরই ডাক্তার দেখাবেন। আপনার সব কিছু পচেঁ মরে গেলে আমরা এত সুন্দর লেখা কোথায় পাবো বলেন। প্লিজ।
    • ২২/০৯/২০১৪
      ইঞ্জিনিয়ার সাহেব সব অসুখ যদি ডাক্তাররা সারাতে পারত তাহলে তো কথাই ছিল না ।
      সুন্দর লেখা???.........হাহাহা
      ভালো থাকবেন ।
  • অনেক ভাল লাগলো । প্রচীর ভেদ করে আসুন সেই কামনাই করি ।
    দূর্ভেদ্য > দুর্ভেদ্য
  • সুন্দর হয়েছে। কিন্তু এ প্রচীর ভেদ করতে হবে।
 
Quantcast