www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রক্তে ভেজা তিনশত টাকা

-
কে তুমি আঘাত করলে আমায় ?
ওহ্ ঘাতক তুমি ।
তা তুমি একটি হাতে একটি কোপ দিয়েই ক্ষান্ত হলে কেন ?
এই দেখ আমার আরেকটি হাত
এখানেও তুমি আরেকটি কোপ বসিয়ে দাওনা
তারপর একএক করে সবকিছু ছিন্নবিচ্ছিন্ন করে ফেল আমার ।
একি তুমি কাপছ কেন ?
কিসের এত ভয় তোমার ?
চেয়ে দেখ আমার কাছে সামান্য একটা অস্ত্রও নেই
আছে শুধু দুটি হাত
তার মধ্যে একটি আবার অকেজো ।
চেয়ে দেখ আমার কাটা হাত থেকে ঝড়ছে কত রক্ত
রক্তে ভিজে যাচ্ছে আমার পোশাক ,
ভিজে যাচ্ছে মাটি
তোমার অস্ত্রতেও লেগে আছে খানিকটা ।
একি তুমি শিউরে উঠলে কেন ?
দেখ রক্তে ভিজে যাচ্ছে তিনশত টাকা
যা আমার হাতেই রয়েছে ।
গভীর যন্ত্রণা হওয়া সত্ত্বেও
এখনো আকড়ে রেখেছি
কড়কড়ে তিনটি একশত টাকার নোট ।
চমকে গেল কেন তুমি ?
না চুরি কিংবা ভিক্ষা করে নয়
গত দু’দিন অক্লান্ত পরিশ্রম করে
জোগাড় করেছি এগুলো
আমার একমাত্র ছেলেটার ভীষণ অসুখ
গভীর যন্ত্রণায় কাতরাচ্ছে ছেলেটা
ওর জন্য ওষুধ কিনতে যাচ্ছিলাম
একি তোমার হাত থেকে অস্ত্রটা পড়ে গেল কেন ?
রক্তের প্রতিবিম্বে তুমি কি তোমার
কুৎসিত রুপটা দেখতে পেয়েছ ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক ভাল লাগল।
  • ঘটনাটি সুন্দর। সব ঘাতকের যদি অনুসূচনা হত তবে কতইনা ভালো হত।
  • খুবই গভীর মানববিকতা প্রকাশ পেয়েছে কবিতায়।
    • ২১/০৯/২০১৪
      ধন্যবাদ আপনার সুন্দর মন্ত্যবের জন্য ।
  • কবিতার প্রতিপাদ্য বা বিষয়বস্তু যাই বলি না কেন অসাধারন হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে।
  • বরাবরের মত আরও একটি ভাল কবিতা জন্ম দিলে কবি । অনেক ভাল লাগলো ।
    • ২১/০৯/২০১৪
      অসংখ্য ধন্যবাদ বরাবরেের মত পাশে থাকার জন্য ।
  • মল্লিকা রায় ২০/০৯/২০১৪
    অসংখ্য ভালোলাগা রেখে গেলাম কবি।
 
Quantcast