অন্ধকার রহস্য
এই জীবনে পেয়েছি যা হারিয়েছি তারো বেশি
স্বপ্ন দেখতে গিয়ে কতবার গিয়েছি যে ফাঁসি ।
বাবা-মাকে হারিয়েছি আমি সেই ছোট বেলাতে
বুক ভরা ব্যথা আমার হেরেছি জীবন খেলাতে ।
কবি হতে চেয়েছি আমি হতে দেয়নি ওরা
কবিকে দিয়ে লেখায় ওরা বুকে ধরে ছোরা ।
কবিদের কলমে উঠেনা ফুটে অন্যায় প্রতিবাদ ,
সমাজে তাই ওঠেনা আলো কাটেনা আঁধার রাত ।
জেনেশুনে তাই যাইনি ওদিকে ওটা যে এক ফাঁদ ,
কবি হবার স্বপ্ন তাই দিতে হল বাদ ।
এবার আমি হতে চাইলাম মানুষ গড়ার কারিগর
পরে জানলাম এথায়ও ওদের দিতে হবে বখরা-কর ।
নইলে নাকি পিস্তল ঠেকিয়ে উড়িয়ে দেবে খুলি ,
ওরা কেড়ে নেয় শিক্ষকের মুখের বুলি ।
শিক্ষকের কন্ঠে ওঠেনা ফুটে অন্যায় প্রতিবাদ ,
সমাজে তাই ওঠেনা আলো কাটেনা আঁধার রাত ।
শুনে আর পা বাড়াইনি এসেছি ফিরে পিছু ,
শিক্ষক না হয়ে এবার হব অন্য কিছু ।
ভাবিলাম হব বিচারক আমি ,
এবারও শুনি জর্জের ছেলেকে করে জিম্মি
ওরা পাল্টে দেয় বিচারের রায় ।
অন্যায় করে কত পশু পার পেয়ে যায় ।
জর্জের বিচারে ওঠেনা ফুটে অন্যায় প্রতিবাদ
সমাজে তাই ওঠেনা আলো কাটেনা আঁধার রাত ।
কথাঃ সমাজের তিন দিকের তিন দিকপাল কবি , শিক্ষক ও বিচারক ; যারা নৈতিকতার অস্ত্রের আঘাতে সব অন্যায় – অবিচারের অন্ধকারকে বিদূরিত করে সমাজকে নিয়ে যান আলোর পথে । কিন্তু তাদেরকে এমনভাবে স্তব্ধ করে রাখা হয় যে , তারা হয়ে যান দুষ্টচক্রের হাতের ক্রীড়নক । ফলে সমাজ কখনোই আলোর মুখ দেখে না ।
স্বপ্ন দেখতে গিয়ে কতবার গিয়েছি যে ফাঁসি ।
বাবা-মাকে হারিয়েছি আমি সেই ছোট বেলাতে
বুক ভরা ব্যথা আমার হেরেছি জীবন খেলাতে ।
কবি হতে চেয়েছি আমি হতে দেয়নি ওরা
কবিকে দিয়ে লেখায় ওরা বুকে ধরে ছোরা ।
কবিদের কলমে উঠেনা ফুটে অন্যায় প্রতিবাদ ,
সমাজে তাই ওঠেনা আলো কাটেনা আঁধার রাত ।
জেনেশুনে তাই যাইনি ওদিকে ওটা যে এক ফাঁদ ,
কবি হবার স্বপ্ন তাই দিতে হল বাদ ।
এবার আমি হতে চাইলাম মানুষ গড়ার কারিগর
পরে জানলাম এথায়ও ওদের দিতে হবে বখরা-কর ।
নইলে নাকি পিস্তল ঠেকিয়ে উড়িয়ে দেবে খুলি ,
ওরা কেড়ে নেয় শিক্ষকের মুখের বুলি ।
শিক্ষকের কন্ঠে ওঠেনা ফুটে অন্যায় প্রতিবাদ ,
সমাজে তাই ওঠেনা আলো কাটেনা আঁধার রাত ।
শুনে আর পা বাড়াইনি এসেছি ফিরে পিছু ,
শিক্ষক না হয়ে এবার হব অন্য কিছু ।
ভাবিলাম হব বিচারক আমি ,
এবারও শুনি জর্জের ছেলেকে করে জিম্মি
ওরা পাল্টে দেয় বিচারের রায় ।
অন্যায় করে কত পশু পার পেয়ে যায় ।
জর্জের বিচারে ওঠেনা ফুটে অন্যায় প্রতিবাদ
সমাজে তাই ওঠেনা আলো কাটেনা আঁধার রাত ।
কথাঃ সমাজের তিন দিকের তিন দিকপাল কবি , শিক্ষক ও বিচারক ; যারা নৈতিকতার অস্ত্রের আঘাতে সব অন্যায় – অবিচারের অন্ধকারকে বিদূরিত করে সমাজকে নিয়ে যান আলোর পথে । কিন্তু তাদেরকে এমনভাবে স্তব্ধ করে রাখা হয় যে , তারা হয়ে যান দুষ্টচক্রের হাতের ক্রীড়নক । ফলে সমাজ কখনোই আলোর মুখ দেখে না ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৭/০৯/২০১৪বাস্তবিকতা তুলে ধরেছেন কবি।
-
তালহা বিন জসিম ১৭/০৯/২০১৪সুন্দর
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০৯/২০১৪স্যার অনেক সুন্দর হয়েছে।
-
পিয়ালী দত্ত ১৬/০৯/২০১৪ভাল লাগল
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৬/০৯/২০১৪বেশ ভাল লাগল।
-
মনিরুজ্জামান শুভ্র ১৬/০৯/২০১৪এই কবিতাটা আমি আরো একবার পড়েছি , তখনো বলেছি অনেক ভাল লেগেছে এখনো বলছি অনেক ভাল লেগেছে ...
-
স্বপন রোজারিও(১) ১৬/০৯/২০১৪কবি, শিক্ষক এবং বিচারক জাতির বিবেক। তাদেরকে স্ব স্ব কাজ সুন্দরমত করতে হবে। তবেই জাতি উন্নতি লাভ করতে পারবে। তারা তাদের কাজ না করতে পারলে সমস্যা দেখা দেয়।