www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উপন্যাস ‘এখনো অনেক মেঘ’ এর কবিতা

-
কোন এক মুখোশধারী
ঘরে ঢুকে তোমারি ,
কেড়ে নিতে চায় সর্বস্ব ।
না কোন সুযোগ তাকে দিওনা
ঐ দেখ ঘরের কোণে এক ধাতবখন্ড ,
ওটা তুলে নাও হাতে
প্রচন্ড আঘাতে ,
খুন করে ফেল ওকে ,
তারপর প্রবল ঘৃণায় শুধু
ওর মুখে ছিটিয়ে দাও একরাশ থুথু ।
তুমি বজ্রস্বরাঘাতে ,
কাঁপিয়ে দাও অপরাধীর অন্তর ।
ভয়ে ওদের পৃথিবী কাঁপবে ,
পায়ের নিচে থরথর ।
ঘুণে ধরা সমাজটাকে ,
নৈতিকতার অস্ত্রের আঘাতে
ছিন্ন বিছিন্ন করে ফেল ।
তারপর আবার স্নেহময়ী হাতে
নিজের মনের মত করে গড়ে তোল ।
তুমি ভয় পেওনা কোন বিচারকে , কোন বিচারককে
জেনে রাখ , অপরাধী নিজেই বিচারক যখন
বিচার সেখানে শুধুই প্রহসন ।
না না মানবেনা এ বিচার
ভেঙ্গে পৃথিবীর সবকটা কারাগার ,
মুক্তি দাও বন্দীদের সবে
নতুন করে আবার বিচার হবে
তোমার আদালতে
সত্যের আদালতে ।
মহাপাপী হবে নির্দোষ ,
আর নির্দোষ মহাপাপী ।
বড় অদ্ভুত তাইনা , সবই যাবে পালটে
তবে মুখে ভেংচি কাটছ যে ?
সত্যের অগ্রযাত্রার কথা শুনে ,
ভয় পেয়েছ । ভীতু তুমি ভীতু
না না তোমার বাচার কোন অধিকার নেই
আমি তোমাকে খুন করব ।
আমার পথের কোন প্রতিবন্ধককেই
আমি বাঁচতে দেব না ।
ন্যায়াস্ত্রের ট্রিগারে আমার হাত
সত্যের বুলেটে ভরা ওর শরীর
তুমি হেরে গেছ ।
সময়ঃ ২৫-১০-২০০৮
………………
কথাঃ আমার লেখা উপন্যাস 'এখনো অনেক মেঘ' এর শেষাংশের কবিতা এটি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল
  • ভাল লাগলো।
  • ইমাম ১৫/০৯/২০১৪
    উপন্যাসটি কখন পাচ্ছি আমরা? লেখা নিয়ে মন্তব্য করার মত দুঃসাহস হয় না আমার। অন্নেক ভালো হয়েছে।
    • ১৫/০৯/২০১৪
      ধন্যবাদ ।
      খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব ।
  • আবু সাহেদ সরকার ১৫/০৯/২০১৪
    সুন্দর লাগলো পড়ে।
  • একনিষ্ঠ অনুগত ১৫/০৯/২০১৪
    উপন্যাসটি পড়া দরকার...
    • ১৫/০৯/২০১৪
      ধন্যবাদ । আমি খুব একটা সময় পাইনা বলে উপন্যাসটা দিতে পারছি না । তবে খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব ।
 
Quantcast