ভুল
জীবন নামের ধূল মাঠেতে
করছি শুধুই ভুলের চাষ,
ভুল করিয়াও-না বুঝি ভুল
ভুলেই যে হয় সর্বনাশ !
শয়তান নামের গরু লইয়া
মিথ্যে নামের লাঙ্গল,
অন্যায় নামের মই'টা আরো
নিলেম অসৎ জোঁয়াল !
জীবন মাঠের মাটি কুঁড়িয়া
পাপের বীজ করে বপন,
দিনের পর দিন ভুল করিয়া
ক্যান করি ভুলের যতন !
জীবন নামের ধূল মাঠেতে
করছি শুধুই ভুলের চাষ,
ভুল দিয়ে ভুল ফলছে কতই
চলছে ভুলের বারো মাস !
********************-
ভুল দিয়ে ভুল করবোনা চাষ
এটাই এখন মনের আশ,
ভুল পথে আর চলবো নাকো
ডাকবোনা আর সর্বনাশ।
করছি শুধুই ভুলের চাষ,
ভুল করিয়াও-না বুঝি ভুল
ভুলেই যে হয় সর্বনাশ !
শয়তান নামের গরু লইয়া
মিথ্যে নামের লাঙ্গল,
অন্যায় নামের মই'টা আরো
নিলেম অসৎ জোঁয়াল !
জীবন মাঠের মাটি কুঁড়িয়া
পাপের বীজ করে বপন,
দিনের পর দিন ভুল করিয়া
ক্যান করি ভুলের যতন !
জীবন নামের ধূল মাঠেতে
করছি শুধুই ভুলের চাষ,
ভুল দিয়ে ভুল ফলছে কতই
চলছে ভুলের বারো মাস !
********************-
ভুল দিয়ে ভুল করবোনা চাষ
এটাই এখন মনের আশ,
ভুল পথে আর চলবো নাকো
ডাকবোনা আর সর্বনাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরিফুল ইসলাম (1990) ০১/০৮/২০১৫প্রাসঙ্গিক
-
অ ২৯/০৭/২০১৫সুন্দর ।।
-
মোবারক হোসেন ২৮/০৭/২০১৫কবিতাটি পড়ে কবির মতো সকলের বোধউদয় হোক
আমারও কাম্য। ধন্যবাদ কবিকে। -
সমরেশ সুবোধ পড়্যা ২৮/০৭/২০১৫সকল ভুলের মাঝে স্বীকার করাটাই সঠিক কাজ। ভুল করতে করতে একদিন না একদিন সঠিক হবে। ভুল বুঝতে পারাটাই প্রথম সঠিক কাজ। অনেক শুভেচ্ছা রইল। লিখতে থাকুন।