www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুল

জীবন নামের ধূল মাঠেতে
করছি শুধুই ভুলের চাষ,
ভুল করিয়াও-না বুঝি ভুল
ভুলেই যে হয় সর্বনাশ !

শয়তান নামের গরু লইয়া
মিথ্যে নামের লাঙ্গল,
অন্যায় নামের মই'টা আরো
নিলেম অসৎ জোঁয়াল !

জীবন মাঠের মাটি কুঁড়িয়া
পাপের বীজ করে বপন,
দিনের পর দিন ভুল করিয়া
ক্যান করি ভুলের যতন !

জীবন নামের ধূল মাঠেতে
করছি শুধুই ভুলের চাষ,
ভুল দিয়ে ভুল ফলছে কতই
চলছে ভুলের বারো মাস !
********************-
ভুল দিয়ে ভুল করবোনা চাষ
এটাই এখন মনের আশ,
ভুল পথে আর চলবো নাকো
ডাকবোনা আর সর্বনাশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast